Sort:  

অত্যুক্তি হবে না যদি বলি আমি সবসময় একজন কবি হতে চেয়েছিলাম৷ এখনো চাই৷ আমার কবিতা ভাবণা আমূল পরিবর্তন করে দিয়েছিলেন বিনয় মজুমদার৷ বিনয়কে আবিষ্কার করে বুঝেছিলাম কবিতা লেখা অত সহজ নয় আসলে৷ একটা সহজাত প্রতিভা থাকা চাই৷ 'ফিরে এসো, চাকা' না পড়লে এতদিনে আমার অন্তত একটা হলেও কবিতার বই থাকতো৷ এবং নি:সন্দেহে সেটা অতি সস্তা মানের কবিতার বই হতো৷

তবে আমি বলবো এরপরেও আপনার উচিত কবিতা লেখার অভ্যাস চালিয়ে যাওয়া। লেখতে লেখতে যখন মনের মতন কিছু জমবে, তা দিয়ে পরবর্তীতে বই বের করার প্ল্যান করতে পারেন।

সেরকমটা যদি হয় হয়তো মন্দ হবে না৷