একটি তর্জনির ঈশারায় একটি দেশের জন্ম হয়েছিল। সেই মহামানব, সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালী, জার জন্ম না হলে বাংলাদেশ এর জন্ম হতো না। জার জন্ম না হলে, আমরা একটা স্বাধীন দেশের মানুষ আজকে। জিনি নিজেই একটি ইতিহাস, জাকে বাদ দিয়ে, বাংগলাদেশ কল্পনা করা জায় না, সেই ইতিহাসের মহানায়ক এর প্রতি শ্রদ্ধাবোধ এর জায়গা থেকেই আমরা গিয়েছিলাম, জাতির জনক এর প্রতি শ্রদ্ধা জানাতে।
বাংগালী জাতি তার তরজনির ঈশারায় হাসতে হাসতে জীবন বিলিয়ে দিয়েছিলো। সেই, শেখ মুজিবুর রহমান এর প্রতি রইল অদম্য ভালোবাসা।
তিনি বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, এবং বাংগালী জাতির পিতা। আজ এ বিজয়ের মাসে, তাকে বাদ দিয়ে বাংলাদেশের বিজয় কল্পনা করাও অপরাধ। তাকে বাদ দিয়ে বাংলাদেশের কথা চিন্তা করা সম্ভব না।
তাই, এই বিজয়ের মাসে, মুক্তিজুদ্ধের চেতনায় বিশ্বাস করে এবং করার প্রক্রিয়া হিসেবে, মহান স্বাধীনতাজুদ্ধের মহানায়ক বাংগালীর মুক্তির এবং বাংগালী জাতীয়তাবাদ এ বিশ্বাসী মানুষের মতো আমরাও গিয়েছিলা জাতির জনকের প্রতি শ্রদ্ধা স্থাপন করতে।
বংগবন্ধু কে বাদ দিয়ে বাংলাদেশ সম্ভব নয়, বংগবন্ধু কে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম সম্ভব নয়।
বংগবন্ধু কে বাদ দিলে বাংলাদেশের ইতিহাস মিথ্যে হয়ে জায়। বংগবন্ধুকে বাদ দিলে বাংলাদেশের জন্ম মিথ্যে হয়ে জায়। বংগবন্ধু এবং বাংলাদেশ একি সুতোয় গাথা এক মুক্তার মালা৷ এই বিজয়ের মাসে তোমার প্রতি রইলো হাজার সালাম হে জাতির পিতা।
Hi @rana2423, your post has been upvoted by @bdcommunity courtesy of @rehan12!
Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.
JOIN US ON