জীবনের হিসেব নিকেশ বলে একটা কথা আছে৷ মানুষ নাকি মৃত্যুর আগে জীবনের হিসেব মেলানোয় ব্যাস্ত হয়ে পরে খুব বেশি। যে জীবন সংগ্রামে সারাটা ক্ষন শুধু যুদ্ধ করে গেছেন। যে ভবিষ্যৎ বানানোর জন্য জীবনের বর্তমান বিষরজন দিয়েছেন, সেই ভবিষ্যতে দাড়িয়ে জীবনের বহু ফেলে আসা অতীতের কথা স্বরন করাই বুঝি হিসেবের খাতা।
হিসেবের সেই খাতা জার কতোটা সহজ, তার বারধক্য ততোটাই সুন্দর। মানুষ তার শেষ জীবনে কিছু ভালোবাসা চায়৷ কিছু আত্ম তৃপ্তি চায়, তা জদি হয় অতি প্রিয় জনের কাছে থ্বকে পাওয়া তবেই একজন মানুষ বলতে পারে, আমার জীবনের হিসেবে সহজ। অংকটা বুঝি সোজাই ছিলো।
যাই হোক কথাটা বলছি আমাদের দেশের এখনকার কালচার লুজ এর বিষয়টা লক্ষ্য করে৷ মানে৷ আমরা ওয়েস্টার্ন কালচার রপ্ত করতে করতে এক্কেবারে নিজের সমাজ এবং সংস্কৃতি টাও বিকিয়ে দিচ্ছি। আমরা এখন এতোটাই আধুনিক হয়ে যাচ্ছি জে৷ দেশে বিদ্ধ্যাশ্রম এর সংখ্যা দিনের পর দিন বেরেই জাচ্ছে৷
আমাদের দেশে সমাজ কালচারটা পুরোই বিলুপ্তির পথে। মানুষ এখন আধুনিকতার আড়ালে নিজেকে বিকিয়ে দিতে বেশি মজা পায়। মানুষ এখন মানুষ এবং সমাজের প্রতি বিরক্ত। দায় বদ্ধতার জায়গাটা খুব বেশি হারিয়ে গেছে।
এই কারনে আমাদের সমাজে বেড়ে ওঠা ছেলে গুলো এখন মানুষ হওয়ার চেয়ে আধুনিক হচ্ছে বেশি। তারা তাদের নিজ কেন্দ্রিক জীবনের আড়ালে সমাজ এবং পরিবারের প্রতি তাদের দায়িত্ব ভূলে যাচ্ছে, তারা বেড়ে উঠছে চরম হতাশা আর অপসংস্কৃতি নিয়ে।
পরবর্তীতে এই সন্তানদের মদ্ধেই কেও কেও হয়ে জাচ্ছে কু সন্তান, জে কিনা তার দায়ীত্ব বোধ সম্পর্কে অজ্ঞ। জে কিনা তার বিবেক কে বিক্রি করে খেয়েছে অপসংস্কৃতির আড়ালে। এদের ব্যাক্তি কেন্দ্রি চিন্তার জন্য জাতি আজ, পথভ্রষ্ট, দেশে বিভেদ বাড়ছে, শেষ বয়সে এরাই জীবন এর হিসেব মেলাতে গিয়ে কান্নায় ভেংগে পরে, তখনও হয়তো তাদেরঅনে হয়না জে কিভাবে তাদের পিতামাতার প্রতি তারা অবিচার করছে।