হেমন্ত কালীন গ্রামের প্রাকৃতিক দৃশ্য অংকন।/ধাপে ধাপে অংকন..

in BDCommunity4 years ago (edited)

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। হাজির হয়ে গেলাম আপনাদের সাথে আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আমার নিজের আকাঁ একটা ড্রইং শেয়ার করব। আশা করি সবার কাছে ভালো লাগবে। আজকে আমি একটা ধান কাটার দৃশ্য অংকন করার চেষ্টটা করেছি। যেখানে মাঠে কিছু মানুষ ধান কাটছেন এবং আরেকজন মাথায় করে নৌকাতে তুলছেন।সেগুলো নিয়ে যাওয়ার জন্যে। আমি ধাপে ধাপে কিভাবে ছবিটা অংকন করেছি তা আপনাদেরকে দেখানোর চেষ্টটা করব। চলুন শুরু করি-



IMG_20210801_172933.jpg

হেমন্ত কালীন গ্রামের প্রাকৃতিক দৃশ্য অংকন।



উপকরণ-
১। পেপার
২।পেন্সিল ২বি এবং ৬বি।
৩।রাবার।
৪।কাটার
৫।বিভিন্ন কালার রং।


প্রথম ধাপ-

IMG_20210801_162654.jpg

প্রথমে আমি ২বি পেন্সিল ব্যবহার করে দুইজন কৃষককে অংকন করলাম। যারা বসে ধান কাটছেন।


দ্বিতীয় ধাপ-

IMG_20210801_162928.jpg

এরপর আমি দূরের গ্রাম এবং দুইটা বাড়ী অংকন করলাম।


তৃতীয় ধাপ-

IMG_20210801_163339.jpg

এরপর আমি পাশে একটা নদী এবং নদীতে নৌকা অংকন করলাম। যার উপর ধানের বোঝা রাখা আছে।


চতুর্থ ধাপ-

IMG_20210801_163717.jpg

এরপর আমি আরও একটা নৌকা এবং একজন মানুষকে অংকন করলাম, যে মাথায় করে ধানের বোঝা নিয়ে যাচ্ছে। এবং পাশে কিছু ধানের বোঝা অংকন করলাম।যেগুলো আটি বাধা আছে।


পঞ্চম ধাপ-

IMG_20210801_164101.jpg

সব কিছু অংকন করা শেষ। এবার আমি কালার করা শুরু করলাম।আমি প্রথমে আকাশ এবং নদীর কালারটা করলাম।


ষষ্ঠ ধাপ-

IMG_20210801_164429.jpg

এরপর আমি মাঠের ধানের কালারটা করলাম হলুদ কালার দিয়ে। এর সাথে সাথে নৌকায় রাখা ধানের কালারটাও করলাম।


সপ্তম ধাপ-

IMG_20210801_164659.jpg

এরপর আমি মাঠের ধানের কালারের উপর হালকা সবুজ কালার করলাম। যাতে দেখতে ভালো লাগে।


অষ্টম ধাপ-

IMG_20210801_165022.jpg

এরপর আমি দূরের গ্রাম সহ বাড়ীর কালার করলাম।


নবম ধাপ-

IMG_20210801_165511.jpg

এরপর আমি কৃষক সহ মাঠের বাকি অংশটুকু কালার করলাম।


দশম ধাপ-

IMG_20210801_170528.jpg

মোটামুটি কালার করা শেষ। এবার আমি ৬বি পেন্সিল ব্যবহার করে দৃশ্যটার সকল দাগগুলো গাঢ় করে দিলাম।যাতে সকল দাগগুলো ভালো করে বোঝা যায় এবং দেখতে সুন্দর লাগে।


এগারোতম ধাপ-

IMG_20210801_172933.jpg

এরপর আমি পেন্সিল ব্যবহার করে ধানের যে শিশগুলো হয় সেগুলো দেওয়ার চেষ্টটা করলাম। এবং সবার শেষে আমি কারেন্টের লাইনগুলো দিলাম।


এভাবে আমি আমার আজকের দৃশ্যটা অংকন করেছি। আশা করি আপনাদের সকলের কাছে আজকের দৃশ্যটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।


সবাইকে অনেক ধন্যবাদ আমার পোষ্টটা দেখার জন্য।



Sort:  

Darun art korlen apni, ekdom bastob chobi mone hocche, apnar art amr shikhte hobe.

Thank you apu.