শার্লকের নামের সাথে খুব ছোটবেলায় পরিচয় হয়েছিল। কিন্তু তখন তেমন একটা বই পড়া হয় নাই। কিশোরবেলায় বই পড়ার সময়টুকুতে আমি তিন গোয়েন্দা আর মাসুদ রানার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিলাম। পরে অবশ্য বাস্কারভিলের হাইন্ড এর মাধ্যমে শার্লক হোমস এর জগতে চলে এসেছিলাম।
শার্লকের নামের সাথে খুব ছোটবেলায় পরিচয় হয়েছিল। কিন্তু তখন তেমন একটা বই পড়া হয় নাই। কিশোরবেলায় বই পড়ার সময়টুকুতে আমি তিন গোয়েন্দা আর মাসুদ রানার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিলাম। পরে অবশ্য বাস্কারভিলের হাইন্ড এর মাধ্যমে শার্লক হোমস এর জগতে চলে এসেছিলাম।
বাস্কারভিলের হাউন্ড যতটুকু না রহস্য তার থেকে বেশি এডভেঞ্চার নিয়ে লেখা বই। ডয়েলের শার্লক ছাড়াও কিছু লেখা আছে। সময় পেলে পড়ে নিয়েন।