আমরা সবাই জানি যে বনের রাজা সিংহ, সে একা শিকার করতে পছন্দ করে এবং অধিকাংশ সময় একাই শিকার করে থাকে। সে যদি একা শিকার করে এবং তার শিকারী যদি সেসময় একা থাকে তাহলে যেই প্রাণিই হোক না কেন শিকারে নিঃসন্দেহে সিংহেরই বিজয় হবে কারন বন্য প্রাণী শিকারে তার চেয়ে অদ্বিতীয় ও দ্রুত শিকারী আর নেই। কিন্তু আপনি যদি একবার চিন্তা করেন একদল হায়নার কথা যারা সবসময় দলবদ্ধ হয়ে শিকার করে, সর্বদা একসাথে থাকে এবং তাদের শিকারকে একসাথে ভাগাভাগি করে খায়। কোনো এক শিকারী সিংহ যদি একা সেই হায়নার দল থেকে কোনো হায়নাকে শিকারের উদ্দেশ্যে আক্রমণ করে তাহলে কি সিংহ তার সেই শিকারে জয়লাভ করতে পারবে, আপনার কি মনে হয়?
নিঃসন্দেহে বলা যায় যে, সে শিকারী সিংহ যতই শক্তিশালী হোক না কেন, সেই হায়নার দলের সামনে তার বিজয় প্রায় অনিশ্চিত এবং এটা হওয়ায়ই স্বাভাবিক এবং এখানে আমার প্রকৃতি থেকে একতার শিক্ষা গ্রহণ করতে পারি। আমরা যদিও সৃষ্টির সেরা জীব তবুও মানুষ হিসাবে আমাদের কারো কারো মাঝে এইবৈশিষ্ট্যটির ভীষণ অভাব লক্ষ্য করা যায়। আমাদের সমাজে আগের মতো আর যৌথ সমাজ এখন খুবই কমই দেখা মিলে, আপনারা বলতে পারেন যে কর্মের তাগিদে একক পরিবারের জন্ম, কিন্তু আমি বলব কর্মের তাগিদে যৌথ পরিবার একক পরিবারে রূপ নেওয়াতে খারাপ কিছু নেই। কিন্তু আমার মতে যৌথ পরিবার একক পরিবারে রূপ নেয়ার পিছনে কর্মের তাগিদকে শুধু দোষ দিয়ে চালিয়ে দিলে হবে না। আমার মতে বর্তমানে একক পরিবার হওয়ার পেছনে অনেকগুলো কারনই আছে তার মধ্যে আমার কাছে দুটি মূল কারণ বলে মনে হয়ঃ
- হিংসা;
বর্তমান সমাজে আমরা যতই আধুনিক হচ্ছি বা আধুনিকতার কথা বলছি আমাদের স্বভাবে ততই যেই এই হিংসা শব্দটির সাথে জড়িয়ে পরছি। একটি পরিবারে যদি দুইভাই থাকে এবং দুইজন যদি একই ব্যবসা করে এবং তাদের একজনের ব্যবসা ভালো হলেও অন্যজনের যদি ভালো না হয় তাহলে নিজের আপন ভাইয়ের সাথেও হিংসা করতে আমি দেখেছি। যা আগে লক্ষ্য করা যেত না। আগে মানুষ ছিল সহজ-সরল, তাদের জীবনযাপন চিন্তা ভাবনা সবজায়গাই সেই সহজ-সরলতার ছাপ খুজে পাওয়া যেত।
- ভুল বোঝাবুঝি
বর্তমানে আমরা অনেকেই আছি যারা খুব তারাতাড়ি অন্য একজনকে বিচার করতে খুব পছন্দ করি। এস্বভাবটি যেন আমাদের আধুনিকতার সাথে আমাদের সাথে মিশে গেছে। খুব অল্প সময়ে অন্যকাউকে বিচার করতে গিয়ে আমরা বেশিরভাগ সময়ই কোনো না কোনো ভুল করে বসি, যার ফলে আমরা অন্য মানুষ সম্পর্কে ভুল ধারণা পোষণ করে বসে থাকি এবং দিন শেষে অভিমানের সৃষ্টি হয় আর পরিশেষে অভিমানে ফলে সুন্দর একটি যৌথ পরিবারে একক পরিবারে রূপ নেয়। যেটা আমাদের কারোই কাম্য নয়।
এখন সময় এসে পড়েছে, সৃষ্টির সেরা জীব হয়েও আমাদের বন্যপশুদের থেকে একতার শিক্ষা নেয়ার। কারণ একতাই শক্তি।
Great Post Keep it up. if you haven't get the free steem or Hive prize, worth atlast $400 based on your steem or hive profile reputation you should get it ASAP, Maybe few days left for their airdrop learn about it more here: Bittorrent Grand Prize Signup
info itu bukan akun @riery yang asli, tapi akun riery yang kemaren di bajak @wwefun. jangan pernah ikutin yang di suruhnya. UNTUK PEMILIK AKUN @wwefun PERGILAH KE NERAKA. @wwefun telah membajak akun istri saya @riery di hive juga steemit. Hati hati @wwefun di steemit dan hive adalah akun pembajak dan pencuri. the info is not the original @riery account, but the riery account that was hacked by @wwefun. never follow what he is told. FOR ACCOUNT OWNERS @wwefun GO TO HELL. @wwefun has hijacked my wife's account @riery on hive also steemit. Be careful @wwefun on steemit and hive is a hijacker and thief account.
বর্তমান সমাজে আমরা যতই আধুনিক হচ্ছি বা আধুনিকতার কথা বলছি আমাদের স্বভাবে ততই যেই এই হিংসা শব্দটির সাথে জড়িয়ে পরছি।
শুধুমাত্র এই কারণটির জন্য এক পা সামনে এগিয়ে গেলে,দুই পা আবার পেছাতে হচ্ছে।কারণ হিংসা পেছনেই টানে, সামনে নয়।