রাস্তায় দুচাকায় ঘুরতে ঘুরতে মাঝে মধ্যে বামে থেকে ডানে চলে যাই।
আরে ভাই, আরে ভাই এসব করতে যাইয়েন না। শৈশবে রাস্তার পাশ নিয়ে তেমন ধারণা ছিল না আমার। একবার রাস্তার ডান পাশ দিয়ে সাইকেল চালাইতেছিলাম। হঠাৎ এক মোড়ে আমার সম্মুখ দিক থেকে একটি গাড়ি এসে পড়ে, আর নিজেকে বাচানোর জন্য আর অন্য কোনো উপায় না পেয়ে রাস্তার ডান পাশের গর্তে পড়ে যাই।
এরপর বাড়ি ফিরে এসে ছোট কাকাকে আমার দূর্ঘটনার পুরোটা বললে, উনি আমাকে রাস্তার পাশ চিনিয়ে দেন এবং বলেন সবসময় রাস্তার বাম পাশ দিয়ে গাড়ি চালাতে।