Movie Review -Ratsasan(2018)

in BDCommunity2 years ago

images.jpeg
Source


থ্রিলার যেকোন মুভি আমার কাছে সবসময়ে জন্য পছন্দের।কেমন যেন তৃপ্তি লাগে নিজের কাছে।কাছের একজন বন্ধুর কথায় মুলত মুভিটি দেখতে বসা।মুভির নাম রাতসাসান।এটা ২০১৮ সালের প্রকাশিত হয়।তবে এই মুভিটি Bongo তে নরপিশাচ নামে বাংলায় ডাবিং করা আছে।চাইলে এটাও দেখা যেতে পারে।আমি অবশ্য bongo থেকে দেখেছি।আসলে বাংলায় মুভি শুনতেও আরাম লাগে।যতই হোক মাতৃভাষা তো!হিন্দিতে "রাতসাসান" শব্দের বাংলা অর্থ হলো পিশাচ।সেই থেকে বাংলা নামকরন নরপিশাচ।তবে এই মুভি শুধু যে পৈশাচিক তা কিন্তু নয়৷ এটা যথেষ্ট ভৌতিক অনুভূতি দিবে আর সাথে একটা থ্রিল ভাব তো আছেই।

মুভির নামঃ রাতসাসান
পরিচালকঃরামকুমার
দেশঃ ভারত
অভিনয়ঃবিষ্ণু বিশাল,অমলা পল,মুনিশকান্থ,আম্মু অভিরামী প্রমুখ।
ভাষাঃ তামিল।
ধরনঃথ্রিল,অ্যাকশন,আবেগ,
রোমান্টিক।
পার্সোনাল রেটিং :৮/১০
রান টাইম :১৫২ মিনিট।

মুভির শুরুটা হয় একজন তরুণের সাইকোপ্যাথের খুনের চিত্রনাট্য নিয়ে।নাম অরুন কুমার।কিছুটা সাইকোপ্যাথের খুনের আগ্রহ থেকে সে মোটামুটি পৃথিবীর ঘটে যাওয়া এই ধরনের খুনগুলোকে সে তার নোট খাতায় জমা করে।এই থেকে গল্পের শুরু।শুরু থেকে কিন্তু আনন্দ পাবেন না।থ্রিলভাবটা শুরু হবে যখন তারই শহরে এক রহস্যময় সিরিয়াল কিলারে আবির্ভূত হয়।ততদিনে অরুন তার মুভি বানানো বাদ দিয়ে এস আই হিসেবে জয়েন করে।এবং এই তদন্তের ভার পরে তার ডিপার্টমেন্টে।সিরিয়াল কিলিং ঘটনার তদন্তে সে বেশ সাহায্য করতে পারে কারন সে তার মুভির চিত্রনাট্য লেখার সময় এই জাতীয় অভিজ্ঞতা অর্জন করে।তাই সে কেসে প্যাটার্ন সহজেই ধরতে পারে।কিন্তু কে বা কিভাবে এই সিরিয়াল কিলিং করছে সেটা ধরতে অনেক বড় ধকল সামলাতে হয়।মুলত হত্যাকাণ্ডের শিকার হয় স্কুলগামী কমবয়েসী ছাত্রীরা।হত্যার পর তাদের শরীর এমনভাবে বিভৎস করা হতো যে কারোর পিলে চমকে উঠেবে।এভাবে চলতে থাকে একের পর এক খুন!অরুনও যথেষ্ট চেষ্টা করতে থাকে এই কেইসের রহস্য সমাধানে।এভাবেই এগিয়ে চলে মুভির গল্প।

তবে একের পর এক ঘটনার মোড়গুলো সত্যিকার অর্থেই প্রশংসনীয় এবং দর্শকদের মন্ত্রমুগ্ধের মতো তারপরে কি হতে পারে,তার আগ্রহ ধরে রেখেছে!তবে এর মাঝে কঠিন বিষাদ হয় যখন অরুণের নিজের ভাগ্নীকে সাইকোপ্যাথটা ধরে নিয়ে যায়, তারই জন্মদিনের দিনে।এবং বরাবরের মতো খুনের দুইদিনের মাথায় তাকে গাড়ির পিছনের অংশে খুজে পায়।অরুন যখন তার ভাগ্নীকে মর্গে রেখে আসতে যাবে তখন তার কষ্টটা দেখে, এমন কেউ নেই যে তার ও খারাপ লাগবে না।শেষে এক নাটকীয়তার মাধ্যমে মুভিটি শেষ হয়।ব্যাপার হলো সবাই খুনি হিসেবে একজন মহিলাকে খুঁজে বেরাচ্ছিলো পরে এটা দেখা যায় সে একজন ভিন্নবেশী!মানে ছেলে, তার মা বেশ ধরে একের পর এক এই খুন গুলো করেছিলো সবার চোখে ধুলো দিয়ে।তবে খুনীর এভাবে সাইকোপ্যাথ হবার পিছনেও একটা করুন কাহিনী আছে।এখানে একটা মূল্যবান মেসেজ দেয়া আছে যে,একজন খুনী কিন্তু প্রথমেই খুনি থাকে না।এই সমাজ মানুষেরা যে কাউকে তার দুর্বল দিকগুলো নিয়ে এমনভাবে হেয় করে যে, তার ভিতরের মানুষটাকে পশু বানিয়ে ফেলতে পারে।তবে এটা নিশ্চিত হয়ে বলতে পারি রাতসাসান শ্বাসরুদ্ধকর টান টান উত্তেজনাপূর্ণ আবেশ তৈরি করবে সবসময়।

Sort:  

আমার খুব পছন্দের একটি মুভি। অনেক বার দেখা হয়েছে। চরিত্র গুলোকে এতো সুন্দর ভাবে উপস্থাপন করছে, মনে হচ্ছিল সবকিছু জেনো সত্যি ঘটছে। বিশেষ করে অরুন এর অভিনয় ভালো লেগেছে।

আসলেই! টান টান উত্তেজনা সব সময় ধরে রেখেছে।দেরী হলে মুভিটা দেখে আমারও ভালো লেগেছে :)

You post has been manually curated by BDVoter Team! To know more about us join our Discord.


Delegate HIVE POWER to us & earn HIVE daily.

FOLLOW OUR HIVE AUTO CURATION TRAIL