আমি পরিজিত রায়।আমার বয়স 60 বছর । আমার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়। আমার ছেলের উৎসাহে এই কমিউনিটিতে যুক্ত হয়েছি। আপনাদের সকলের মাঝে আমি আমার নিত্য দিনের কাজ গুলির শেয়ার করবো।
আমার পোস্ট গুলি আমি শুধুমাত্র @Hive .Blog a শেয়ার করবো। তবে আমার অধিকাংশ পোস্ট আমি @Hive এর bdcommunity তে শেয়ার করবো। কারণ আমি আমার মাতৃ ভাষায় কন্টেন্ট লিখতে বেশি ভালোবাসি। যে সুযোগ টা @bdcommunity দিয়েছে ।এই জন্য আমি কৃতজ্ঞ। অনেক অনেক ধন্যবাদ
আমার দৈনন্দিন দিনের কাজের ফটোগ্রাফিও আপনাদের মাঝে শেয়ার করবো মাঝে মাঝে। আমি পেশায় একজন কৃষক এবং একজন ছোট কাপড়ের ব্যবসায়ী। অনেক বছর শহরে থেকেছি। তখন কাপড়ের ব্যবসা করতাম। কিন্তু এখন পুরোপুরি এক প্রকার বাদ দিয়েছি বলা যায়। তার কারণ এখন গ্রামে বসবাস করছি। আমি কৃষি কাজটা ও ভালোই পারি। তবে আমার জীবনে অন্যের বাড়িতে কখনো কাজ করি নি। আমি বরাবরই স্বাধীন ভাবে ব্যবসা ও নিজের বাড়ির কাজ করতে অভ্যস্ত। আমি সবসময় নিজেদের জমিতে জমি চাষ করা এবং নিজের বাড়িতে নিজেই সবজি চাষ করি। আশা করি মাঝে মাঝে সেগুলো আপনাকে শেয়ার করতে পারবো। আমি খুব খুশি জীবনের শেষ প্রান্তে এসেও এরকম একটা কমিউনিটিতে নিজের ক্রিয়েটিভিটি পোস্ট করতে পারলে আমার কাজের সার্থকতা থাকবে বলে মনে করি।
সবাই আমার পাশে থাকবেন এবং উৎসাহ দেবেন।
সকলকে ধন্যবাদ।
Capture by phone camera - Redmi note 10 pro max
Powered by @royparijit
welcome to hive parijit roy! all the best!
Thanks a lot .
You are welcome..
Welcome! I hope you enjoy your time here. This is a great community!
Thanks you so much.
Thank you.