খেজুরের মিল্কশেক || Dates Milkshake Recipe.

in BDCommunity6 months ago

▶️ Watch on 3Speak


আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। ফিরে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি সহজ রেসিপি নিয়ে।
আজ আমি আপনাদেরকে খেজুরের মিল্কশেক তৈরি করে দেখাবো। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে।

তো চলুন বন্ধুরা দেখে নিন কিভাবে খেজুরের মিল্কশেক তৈরি করবেন...

উপকরণ -
১.খেজুর,
২.তরল দুধ
৩.চিনি,
৪.পরিমানমত বরফের টুকরা,

প্রস্তুত প্রণালী

মিল্কশেক টা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ খেজুর আর খেজুরের ভিতর থেকে আমি বিচিটা ছাড়িয়ে নিয়েছি । দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ । দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি । চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি কয়েকটা আইস কিউব । এখন সবকিছু আমি একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি । সবকিছু ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে । এখন এটা আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি ।
তো তৈরি হয়ে গেল খুব সহজেই মজাদার ঠান্ডা ঠান্ডা খেজুরের মিল্কশেক । দেখলেনই তো এটা তৈরি করা কতটা সহজ। আর এটা খেতেও কিন্তু খুবই টেস্টি । আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আপনাদের বাসায় সবাই খুবই পছন্দ করবে এটা । এবার আমি এর উপর দিয়ে কয়েকটা খেজুরের স্লাইস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি ।
তো আমার আজকের রেসিপিটি এইপর্যন্তই । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মত এখানেই শেষ করছি । আল্লাহ হাফেজ...


▶️ 3Speak