আমার জীবনের প্রথম বুফে অভিজ্ঞতা।

in BDCommunity3 years ago

IMG20220316125421.jpg

আজকে আমি কথা বলব আমার জীবনের প্রথম বুফে অভিজ্ঞতা নিয়ে😎
আমি যেখানে কাজ করি সেখানকার কিছু কলিগকে নিয়ে প্রথম বুফে খেতে যাই
যেই বুফে রেস্টুরেন্ট এ আমরা খেতে যাই সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে বাফেট স্টোরিজ এটা অবস্থিত হচ্ছে মিরপুর 11 পাশাপাশি পুরবি হল।

IMG20220316123831.jpg

আমি এবং আমার সহকর্মীদের আগে থেকেই একটা প্ল্যান ছিল যে আমরা একটা বুকেতে বসবো তো আমরা আগে থেকেই ঠিক করে রাখি বুফে স্টোরিজ যে আমরা যে বসবো এখানকার বুফে রিভিউ দেখলাম খুব ভালো একটা রেস্টুরেন্ট খুব ভালো তারা পরিবেশন করে।😇
তো অনেক ঘাটাঘাটি করার পর রেস্টুরেন্ট সম্পর্কে জানার পর এক বন্ধের দিন আমি এবং আমার সহকর্মীরা চলে যাই বাফেট স্টোরেজে এবং যে সেখানকার বাফেট আমরা ইনজয় করি।🥰
প্রথমত যাওয়ার পর সেই রেস্টুরেন্টের কর্মীদের ওয়েল্কাম খুব ভাল ছিল সেখানকার পরিবেশ পরিছন্নতা খুব ভাল ছিল এবং খাবারের পরিবেশনাও খুব ভাল ছিল।🤗

mmexport1647430203050.jpg

আমরা যাওয়ার আগে থেকেই আমাদের টেবিল বুকিং করে রাখি তো যাওয়ার সাথে সাথে তারা আমাদের টেবিলটি আমাদেরকে দেখিয়ে দেয় এবং কিছুক্ষণের মধ্যে বুফে শুরু হয়ে যায় ততক্ষণে আমরা সকল খাবার গুলো ঘুরে ঘুরে দেখি এখানে কি কি আইটেম আছে তাদের এইখানে কি ব্যবস্থা রয়েছে।😁

mmexport1647430215577.jpg

mmexport1647430236254.jpg

সেই রেস্টুরেন্টের বুফে তে 599 টাকা আর বুকে তে ছিল 60 প্লাস আইটেমের খাবার যা খুবই ভালো একটা দিক। এই রেষ্টুরেন্টের বুফেতে সেখানে আরও একটা ভালো দিক হচ্ছে সেখানে লাইভ কাবাব পাওয়া যায় এটা খুবই আনন্দ কর একটা বিষয় খুব মজাদার একটা খাবার।😋
লাইভ কাবাবের মধ্যে চিকেনের দুই তিনটা আইটেম সহ কাঁকড়া পোড়া ছিল। 😍
তাদের রেস্টুরেন্টে বুফেতে ৬০ আইটেমের মধ্যে ডেজার্ট সহ বিভিন্ন ধরনের আইটেম ছিলো
তাদের রেস্টুরেন্টের বুফে তে একটা ভালো দিক তাদের গরুর মাংস শেষ হতে না হতেই তারা আবার রিফিল করে দেয় তো যারা সেখানে বসে খেতে যায় যাদের পছন্দ হচ্ছে গরুর মাংস তাদের তা নিয়ে কোনো সন্দেহ থাকতে হবে না তারা যত মনে চায় ততো খেতে পারবে ইভেন আমি নিজেও খুব পছন্দ করি এবং আমি খুব ভালোমতো পেট ভরে খেয়েছি🤑😁
আমি এবং আমার সহকর্মী সবগুলো ধরনের আইটেম একটু একটু করে টেস্ট করি এবং সব গুলো আইটেম এর স্বাদ খুব ভাল ছিল। তাদের বুফেতে সময় হচ্ছে ১-৪ পর্যন্ত দুপুর এবং রাতের বুকে হচ্ছে ৮-১১ পর্যন্ত আমরা ঠিক ১টা থেকে ৪টা পর্যন্ত যতক্ষণ আমাদের মন না ভরে পেট না ভরে আমরা সেখানে ছিলাম এবং পেট ভরে খেয়েছি খাওয়া-দাওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের আনন্দ করেছি মজা করেছি সেখানে প্লেস টা খুবই সুন্দর সেখানে আমরা ছবি তুলি সেখানে স্টাফদের সাথে গল্প করি এবং সেই খানের ফুল একটা মজা আমরা নিয়ে সেখান থেকে বের হই।😙
সেখানকার আরো একটা ভালো দেখেছে সেখানকার দুপুরের বুফেতে সময় টাইম অনেক বেশি সেখানে ১-৪টা পর্যন্ত যতক্ষণ মন চায় খেতে পারা যাবে কোন ধরনের কোনো বাধ্যবাধকতা নেই আমরা একটু ওয়েট করে করে যতক্ষণ খেতে পারি খেয়েছি আমরা একবার খেয়ে রেস্ট নিয়ে আবার খেয়েছি ছবি তুলে রেস্ট নিয়ে আবার খেয়েছি যতক্ষণ না আমাদের প্রত্যেকটা আইটেম টেস্ট করা হয়ে যায় আমরা সকলে মিলে খুব মজা করে প্রত্যেকটা আইটেম একটু একটু করে খেয়েছি।🙃😉

IMG20220316142017.jpg

IMG20220316142054.jpg

mmexport1647430161856.jpg

যেকোনো ভালো রেস্টুরেন্টে গিয়ে যে কোন একটা আইটেম খেতে অনেক ধরনের আমাদের খরচ হয়ে যায় অনেক টাকা খরচ হয়ে যায় কিন্তু আমার জীবনের প্রথম বুফেতে গিয়ে আমার অভিজ্ঞতা হল গুলোতে মাত্র 599 টাকায় অনেকগুলো আইটেম থাকে এবং একেকটা আইটেম খুবই এক্সপেন্সিভ আইটেম খুবই সুস্বাদু আইটেম যত খুশি তত খাওয়া যায় সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যেমন আমাদের গরুর মাংস খুবই দামী একটা খাবার সেখানে আপনার যত মন চায় আপনি তো খেতে পারবেন এবং বিভিন্ন ধরনের আরো অনেক ধরনের আইটেম আছে ডেজার্ট আছে যেগুলো টেস্ট খুব ভালো যতক্ষণ আপনার মন চায় তখন আপনি সেখানে খেতে পারবেন মাত্র 599 টাকায় এবং সেখানকার জায়গাটাও সুন্দর পাশাপাশি ছবি তোলা যায় ফ্রেন্ডের সাথে মজা করা যায় বন্ধের দিন খুব ভালো কাটানো যায় যে কোন একটা ভালো রেস্টুরেন্টের বুফে থেকে।😋😋😋

mmexport1647430135026.jpg

আজ এই পর্যন্তই চেষ্টা করলাম আমার জীবনের বুফের প্রথম একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার আমার অভিজ্ঞতাটা খুব ভাল ছিল আশা করি আপনারা যারা বুকেতে যান আপনাদের অভিজ্ঞতা ভালো ছিল এবং যারা সামনে যাবেন তাদের অভিজ্ঞতার খুব ভালো হবে বুফের জন্য একটা ভালো প্লেস ভালো রেস্টুরেন্ট পছন্দ করা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয় এটা করতে পারলে আপনার প্রথম বুকে অভিজ্ঞতা হবে খুবই সুন্দর খুবই মজাদার।😇

Sort:  

Sounds like you had a blast there @sabbir420 . Personally, I've never found the buffet culture much appealing but any experience can be fun if you have your friends with you.🙌

Yeah😌
With friend anykind of place or time gonna be enjoyable 🤗

Congratulations @sabbir420! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s):

You made more than 10 comments.
Your next target is to reach 50 comments.
You got more than 10 replies.
Your next target is to reach 50 replies.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

Check out the last post from @hivebuzz:

Our Hive Power Delegations to the May Power Up Month Winners
Hive Power Up Month Challenge 2022-05 - Winners List
Feedback from the June 1st Hive Power Up Day
Support the HiveBuzz project. Vote for our proposal!