বার্থডে ট্রিট😋

in BDCommunity3 years ago

FB_IMG_1655707495860.jpg

আমার এক সহকর্মীর বার্থডে খুব রিসেন্টলি চলে যায় আমরা তার বার্থডে দিন কেক🎂 কাটাকাটি করে খুব মজা করি তো সেই দিন সে কথা দিয়েছিল আমাদের একটা পার্টি দেবে একটা রেস্টুরেন্টে আমাদের ট্রিট দিবে😋 তো তার কথা অনুযায়ী আমরা সকল সহকর্মী না মিলে একটা রেস্টুরেন্ট বেছে নেই এবং আমাদের একটা বন্ধের দিন আমরা যাই একটু মাইন্ড ফ্রেশ করার জন্য।🥳🥳
তো আমাদের হয়ে রেষ্টুরেন্ট চুজ করে আমাদের ম্যানেজার আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। একটা জায়গা ঠিক করে সেখানে আমরা সকলেই ঘুরতে যাই খুব ভালো একটা রেস্টুরেন্ট বাংলাদেশ ঢাকার রামপুরায় এটি অবস্থিত এটা একটা রুফটপ রেস্টুরেন্ট। 🥰

IMG20220216200207.jpg

তো আমি আমার সহকর্মী আর আমাদের ম্যানেজার ও তার ওয়াইফ আমরা সকলেই চলে যায় সেখানটায় ঘুরতে জায়গাটা অসম্ভব সুন্দর😍 আমরা খুব ভালো সময় কাটাই প্রথমত আমরা সময়টা বেছে নেই সন্ধ্যার সময় যখন আমরা সেখানে যাব আর সন্ধার সময় তার রুফটপ এক অন্যরকম সৌন্দর্য ধারণ করে এই জন্য আমরা সন্ধ্যার দিকে সবাই যাই।

প্রথমত আমাদের খুব ক্ষুধা লাগে আমরা যেয়ে হালকা কিছু নাস্তা করে নেই নাস্তা করে পুরো রুফটপ টা যে যার মতো করে ঘুরাঘুরি করি খুব ভাল সুন্দর জায়গা আছে নিজেদের মতো করে অনেক গুলো ছবি তুলে দেন আমরা আবার এক জায়গায় হয়ে আমাদের খাবার টা সিলেক্ট করে অর্ডার করে আবার ঘোরাঘুরি শুরু করে।

সেখানের খাবারের মান টা খুবই ভালো ছিল আমরা খুব পেট ভরে খাই 😋😋এবং খুব স্বাদ নিয়ে খাই
সেখানকার খাবারের আইটেম গুলোর মধ্য থেকে আমরা কিছু জিনিস অর্ডার করি তার মধ্যে হল পিজ্জা, বিফ কাবাব এবং কাবসি বিরিয়ানি সবগুলো খাবার খুব সুস্বাদু ছিল এবং খুবই মজার ছিল এবং কাবসি বিরিয়ানি টা এত পরিমাণে ছিল যে আমরা খেয়ে শেষ করতে পারিনি এবং খুবই মজার ছিল।

FB_IMG_1655707483286.jpg

FB_IMG_1655707481004.jpg

FB_IMG_1655707485985.jpg

তারপরে আমরা খাওয়া-দাওয়া শেষ করে সেখানে আরও কিছুক্ষণ ঘড়ি তাদের রুফটপ টা খুব সুন্দর সাজানো ছিল গুছানো ছিল সন্ধ্যা সময় দেখতে খুব সুন্দর লাগছিল আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে ছবি নিয়ে আমাদের সময় গুলো উপভোগ করে সেখান থেকে বেরিয়ে পড়ি

FB_IMG_1655707489981.jpg

FB_IMG_1655707493297.jpg

FB_IMG_1655707498112.jpg

mmexport1645155747440.jpg

mmexport1645155667689.jpg

mmexport1645155677790.jpg

mmexport1645155708305.jpg

তো এইটা ছিল আমাদের সহকর্মীর পক্ষ থেকে একটা বার্থডে ছোট ট্রিট যেখানে আমরা সবাই একসাথে হই এবং একটা দিন খুব সুন্দর উপভোগ করে কাটাই।🥳😇

Sort:  

Hi @sabbir420, your post has been upvoted by @bdcommunity courtesy of @rehan12!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON

Tnx for this support,,, this appreciation inspired a lot🤗

Congratulations @sabbir420! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s):

You received more than 100 upvotes.
Your next target is to reach 200 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Support the HiveBuzz project. Vote for our proposal!