আমার লেখা ছোট গল্পটির নামঃ বন্ধুত্ব

in BDCommunity3 years ago

Hello, All Hive Blogger Assalamualaikum.


আপনারা সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন আমিও ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার লেখা একটি ছোট গল্প।নিশ্চয় সবার খুব ভালো লাগবে।


লেখাটি আমি আমার জীবন থেকেই লেখছি।


আমার লেখা ছোট গল্পটির নামঃ বন্ধুত্ব


IMG_20210624_114445.jpg


বন্ধুত্ব


আমার জীবনে ছয়জন খুব প্রিয় বন্ধু আছে।তাদের সাথে আমার সম্পর্ক মাসখানেকের নয়,বহু বছরের।আমি আজ ভার্সিটি স্টুডেন্ট কিন্তু আমার সাথে তাদের বন্ধুত্ব সেই স্কুল লাইফ থেকে।এক্কেবারে ছোট্ট বেলা থেকেই বলা চলে।

আমার মনে আছে,যখন আমি একদম ছোট ছিলাম।ছোট বলতে হয়তো ক্লাস ওয়ান,টু তে পড়ি তখন।এক ঘটনা বলি,
একদিন স্কুলে অনেক হোমওয়ার্ক দিয়েছিলো।কারণ, কয়দিন পরেই রোজার ঈদের বন্ধ।তাই টিচাররা প্রতিদিন ই একটু বেশি বাড়ির কাজ দিচ্ছিলো।তো একদিনের কথা,আমি হোমওয়ার্ক করিনি।আর সেদিন ই বাড়ির কাজ না করলে বাসায় বাবা,মা কে ফোন দিচ্ছিলো কারণ সেদিনকার টিচারটি খুবই কড়া শাসনের ছিলো।একদম কোনোদিকে একচুল ছাড় দিতো না।এক্কেবারে কোমড় বেধে নামতো শাসন করতে।তো আমি তো একেবারে ভয়ে শেষ কারণ আমার বাবা ছিলো খুব রাগী স্বভাবের মানুষ।তো টিচার হোমওয়ার্ক চেক করতে করতে আস্তে আস্তে আমার টেবিলের দিকে আসতে লাগলো ততই আমার কলিজা যেনো শুকিয়ে আসছিলো।আমার বেঞ্চের সামনে আসার সাথে সাথে আমার বন্ধু তার খাতাটি আমার সামনে দিয়ে দেয় আর টিচার দেখে আমার বন্ধু হোমওয়ার্ক করেনি কিন্তু আমি করেছি।সেদিন সে খুব বকা ও খেয়েছিলো বাসায় গিয়ে।

ব্যাপারটি হয়তো খুবই অসামান্য। কিন্তু আমি এই ব্যাপারটিকে মোটেও সামান্য ভাবতে পারিনা।আমার মনে হয়,মানুষের জীবনে বন্ধুত্ব ব্যাপারটা খুবই অদ্ভুত একটা জিনিষ।এই বন্ধুত্ব কখনো বলে কয়ে হয়না,পরিস্থিতির কারণে হয়ে যায়।

আরেকদিনের ঘটনা।তখন আমি কলেজে পড়ি,নতুন নতুন কলেজ পালাতে শিখেছি।আমার এক বন্ধু তখন প্রেম করতো পাশের হোস্টেলের এক মেয়ের সাথে।

তো আমাদের হোস্টেলের রুম থেকে মেয়েটির হোস্টেলের রুমের জানালা দিয়ে কথা বলা যেতো।তারা রাত হলে জানালায় দাঁড়িয়ে কথা বলতো।কারণ দিনের বেলায় টিচাররা দেখে ফেলতে পারে।তো যতক্ষণ তারা কথা বলতো ততক্ষণ আমরা বাকি ৫ জন রুমের পাশে সিড়িতে দাঁড়িয়ে পাহারা দিতাম কেও আসছে কিনা।এমন কনকনে শীতে আমাদের কত রাত এভাবে কেটেছে তার হিসাব নেই।আমরা দাঁড়িয়েই থাকতাম তাদের জন্য।


IMG_20210624_114507.jpg


এসব হয়তো এখন খুব ছোট বিষয় মনে হবে।কিন্তু জীবনের এমন ছোট ছোট গল্পগুলো আজকাল খুব মিস করি, খুব।বন্ধুরা যেভাবে সাহায্য করে সেভাবে কেও করে কিনা তা কখনো আমি উপলব্ধি করতে পারিনি।

একটা গানের লাইন আছে, " বন্ধুরা থাকলে জিতবে সবাই "। আসলেই কিন্তু,বন্ধু নামক সবার চোখে অপদার্থ মানুষগুলোই জীবনের সব বড় বড় বিপদে পাশে থাকে।অন্তত আমার তো তাই ছিলো।


আজ এতুটুকুই।আপনারাও আপনাদের এমন ছোট ছোট গল্পগুলো শেয়ার করতে পারেন।ভালো লাগবে।ধন্যবাদ অনেক।ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য,ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য।