Hello
My Dear Friends,
প্রিন্স অফ কলকাতা
প্রিন্স অফ কলকাতা সৌরভ গাঙ্গুলী। সবাই তাকে দাদা বলতেই বেশি ভালোবাসে। সৌরভ গাঙ্গুলী একজন সাবেক ভারতীয় ক্রিকেটার এবং অধিনায়ক। তিনি ভারতের অন্যতম সফল অধিনায়ক ছিলেন। বর্তমানে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। তিনি সমগ্র বাঙালি জাতির গর্ব। তাইতো ব্যক্তিগতভাবে আমি সৌরভ গাঙ্গুলীকে অনেক পছন্দ করি। বাঙালির আরেক ভালবাসার নাম সৌরভ গাঙ্গুলী। তিনি হাজার 1972 সালের 8 জুলাই ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পুরো নাম সৌরভ চন্ডীদাস গাঙ্গুলী।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেট
একদিনের আন্তর্জাতিক ক্রিকেট
তার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় 1992 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। অভিষেক হওয়ার পরও তিনি দলের পুরোপুরিভাবে পাকাপোক্ত হতে পারেননি। খুব তাড়াতাড়ি দল থেকে বাদ পড়েছেন। তিনি মানসিকভাবে ভেঙ্গে না পড়ে ঘরোয়ার লীগে নিয়মিত পারফরম্যান্স করে যান।
দীর্ঘ চার বছর অপেক্ষার পর 1996 সালে ইংল্যান্ড সফরের টেস্ট দলে ডাক পান। অভিষেক টেস্ট ম্যাচে সমগ্র বিশ্বকে তাক লাগিয়ে তিনি সেঞ্চুরি করেন। 131 রানের অনবদ্য এক ইনিংস উপহার দেন। এরপর থেকে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।
ভারতীয় ক্রিকেট কে শুধু সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিনিই একমাত্র ক্রিকেটার যে পরপর চার ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন। 1999 সালের বিশ্বকাপ ক্রিকেটে রাহুল দ্রাবিড়ের সাথে 318 রানের পার্টনারশিপ করেছিলেন।
সেই ম্যাচে তিনি 183 রানের ইনিংস খেলেছিলেন। 183 রান করতে 158 বল খেলেছিলেন, 17 টি চার এবং 7 টি ছয় মেরেছিলেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি অনেক সফল ছিলেন। তার সময়ে তিনি দীর্ঘদিন অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন।
তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 11 হাজারের উপরে রান করেছেন। সেঞ্চুরি সংখ্যা 22 টি। তিনি ভারতের হয়ে তিনটি বিশ্বকাপ খেলেছেন। 1999, 2003 এবং 2007 বিশ্বকাপ ক্রিকেট।
সবগুলো বিশ্বকাপে তার পারফরম্যান্স ছিল অনেক ভালো। 2003 বিশ্বকাপে তিনি ভারতকে নেতৃত্ব দিয়েছেন।এই বিশ্বকাপে ভারত ফাইনাল খেলেছে। ব্যাটিংয়ের পাশাপাশি তিনি মাঝে মাঝে বোলিং অনেক ভালো করতেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 100 উইকেট নিয়েছেন।
টেস্ট ক্রিকেট
টেস্ট ক্রিকেট
টেস্ট ক্রিকেটে অভিষেক হয় 1996 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। অভিষেক ম্যাচে তিনি সেঞ্চুরি করেছিলেন। 131 রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন। তিনি একশটির বেশি টেস্ট ম্যাচ খেলেছেন। একটি ডাবল সেঞ্চুরি ও তিনি করেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। টেস্ট ক্রিকেটে তার সেঞ্চুরি সংখ্যা 16 টি। 2008 সালে তিনি শেষ টেস্ট খেলেন।
অধিনায়কত্ব
অধিনায়কত্ব
2000 সালে তিনি অধিনায়কের দায়িত্ব পান। অধিনায়ক হিসাবে তিনি অনেক সফল ছিলেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি 146 ম্যাচে অধিনায়কত্ব করেছেন। তার অধিনায়কত্বে 76 টি ম্যাচে জয়লাভ করেছে।
2002 সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলংকার সাথে যৌথভাবে ভারত চ্যাম্পিয়ন হয়। 2003 সালে বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেহ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়। টেস্ট ক্রিকেটে 46 টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন 21 ম্যাচে জয়লাভ করেছেন।
Career statistics
Competition | Test | ODI | FC | LA |
---|---|---|---|---|
Matches | 113 | 311 | 254 | 437 |
Runs scored | 7,212 | 11,363 | 15,687 | 15,622 |
Batting average | 42.17 | 41.02 | 44.18 | 43.32 |
100s/50s | 16/35 | 22/72 | 33/89 | 31/97 |
Top score | 239 | 183 | 239 | 183 |
Congratulations @sano0! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :
Your next target is to reach 20 posts.
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
To support your work, I also upvoted your post!
Check out the last post from @hivebuzz: