I miss some things about my father😥

in BDCommunity4 years ago

Assalamu Alaikum friends ,,,
How are you all
I hope you are well by the grace of God ,,,,
I pray you stay well all the time ,,,
Stay with family stay healthy ,,,,

If someone asks who loves the most in the world?
I will say who is the father ...
In this month of mercy, may everyone's father be healthy ,,,,
I wish you all the best ,,,,
And those who have lost their fathers like me ,,,,
Let their fathers live well on the other side ,,

IMG_20210424_201114.jpg

Dad, how are you?
In your little room
You didn't say dad ,,,,
You can't stay without us ,,,,
But why are you living in your eternal little house ,,,, Dad, these four years without you, I'm not a little better. 😥😥
Dad I never remembered.

This way you will be lost so far away from us ,,,,,
How can I forget Maya Mamta the midst of your anger that rule ,,,,
How can I forget the advice of your command ,,,,, Dad, now no one says ,,,,,
If you don't eat rice, your body will get worse.
Go, father, when I used to be arrogant, you used to say that you will break your anger and now even if you are arrogant, you smile a lot ... 😥😥

বাবা তুমি কেমন আছ,,,,,
তোমার সেই ছোট্র ঘরে,,,,,
তুমি না বাবা বলে ছিলে,,,,
আমাদের ছেড়ে তুমি থাকতে পারবে না,,,,
তবে কেন তোমার চিরস্থায়ী ছোট্ট ঘরে থাকছো,,,, বাবা এই চারটি বছর তোমাকে ছাড়া আমি একটু ও ভালো নেই। 😥😥
বাবা আমি কোনো দিন মনে করি নাই।

এভাবে তুমি আমাদের থেকে এতো দূরে হারিয়ে যাবে,,,,,
আমি কি ভাবে ভুলবো মায়া মমতা তোমার রাগের মাঝে সেই শাসন গুলা,,,,
কি ভাবে ভুলবো তোমার আদেশ উপদেশ গুলো,,,,, বাবা এখন কেউ তো আর বলে না,,,,,
ভাত না খেলে শরীর খারাপ করবে।।
যানও বাবা আগে যখন অভিমান করতাম,,, তুমি রাগ ভাঙ্গাবে বলে আর এখন অভিমান করেও অনেক হাসি।।। 😥😥

IMG_20210424_201022.jpg

Go, father, your daughter has grown up now ,,,,
And I don't fidget with a little pain like before, Dad.
Now I hide the deep pain and wipe away the tears ...
Now I don't stop eating if my wish is not fulfilled like before
Your father's daughter now keeps it for others without eating it herself ...

When I was sick, you and my mother would sit next to me all night ...
Dad, when your daughter is sick now, no one even looks at her with her hands on her head.
You know, father, now your daughter stays up at night serving others ...
Dad I love you so much ...
Dad hurt you so much ,,,,,
Miss you so much
Forgive your daughter, father

যানও বাবা তোমার মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে,,,,
আর আগের মতো অল্প ব্যথায় ছটফট করি না বাবা,,,
এখন গভীর ব্যথা লুকিয়ে রেখে চোখের পানি মুছে ফেলি।।।
এখন আগের মতো নিজের চাওয়া পূরণ না হলে খাওয়া বন্ধ করি না বাবা😥😥
বাবার তোমার মেয়ে এখন নিজে না খেয়ে অন্যের জন্য তুলে রাখে।।।

আমি যখন অসুস্থ থাকতাম তুমি আর মা সারা রাত পাশে বসে থাকতে।।।
বাবা তোমার মেয়ে এখন অসুস্থ হলে কেউ মাথায় হাত দিয়েও দেখে না,,,
জানো বাবা এখন তোমার মেয়ে অন্যের সেবা করে রাত জেগে।।।
বাবা তোমাকে খুব ভালোবাসি।।।
বাবা তোমাকে খুব কষ্ট দিয়েছি,,,,,
খুব খুব মিস করি তোমাকে,,,,
ক্ষমা করে দিও বাবা তোমার মেয়েকে😥😥

IMG_20210424_201051.jpg

You know, Dad, some of your memories are crying a lot ,,,,,
It hurts a lot when you say I will take care of my checkbook and my ID card.
If you give it to your brother, you will lose ,,,,
Dad, I still have those memories of yours, I have taken great care of them ...
But father, you are not there

God, you are like me whose father has lost. All of them will be accepted as the guests of Paradise in this holy month of Ramadan.
🤲 Amen🤲

জানো বাবা তোমার কিছু সৃতি খুব কাঁদায়,,,,,
খুব কষ্ট হয় যখন তুমি বলেছিলে আমার চেকবই আমার আইডি কার্ড যত্ন করে রাখবি তোর কাছে।
তোর ভাইয়ের হাতে দিলে হারিয়ে ফেলবে,,,,
বাবা এখনো তোমার সেই সৃতি গুলো আমার কাছেই আছে খুব যত্ন করে রেখেছি।।।।
কিন্তু বাবা তুমি নেই 😥😥😥

আল্লাহ আপনি আমার মতো যাদের বাবা হারিয়েছে। তাদের সবাইকে এই প্রবিত্র মাহে রমজানের উছিলায় জান্নাতী মেহমান হিসেবে কবুল করে নিবেন।
🤲আমিন🤲

Sort:  

সত্যিরে আমাদের অভিমান ভাঙানোর কেউনাই সব আবদার যেনো ফুরিয়ে গেছে আমাদের কারণ বাবা নাই আমাদের 😢😢😢😢

আল্লাহ বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করুক
আমিন

Hi @santa40440, your post has been upvoted by @bdcommunity courtesy of @rem-steem!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON

Thanks you so much 🥰🥰