অসাধারন লিখেছো ছোট ভাই, শুধু তোমার ক্ষেত্রেই না, সমগ্র মানবজাতি আজ তোমার মতোই ঠিক একই প্রশ্নের উত্তরের সন্ধান করছে। তোমারাতো তাও অনেক ভাগ্যবান যে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো, তোমাদের ক্ষেত্রে এখন যা দাড়ালো তা হলো, জীবিকার জন্য জীবন, জীবিকা ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়। জীবিকার তরে যদি মরণ আসে তাতেও কোন ক্ষতি নেই। তুমি বর্তমান পরিস্থিতির বাইরে এসে একটু চিন্তা করে দেখ, সমগ্র বিশ্বে প্রতিদিন জীবিকার জন্য অনেক মানুষ তাদের প্রাণ বিসর্জন দিচ্ছে। তোমরাতো খুবই সাহসী যে মৃত্যুভয়কে জয় করে তোমরা স্বাভাবিক জীবনের পথে এগিয়ে চলার চেষ্ঠা করতেছো। তোমার কোটি কোটি মানুষের জন্য আজ অনুপ্রেরণার হতে যাচ্ছো। বাস্তবতাকে মেনে নিয়ে, অতি সাবধানতার সহিত নিজের দায়িত্ব পালন করো, সৃষ্টিকর্তা অবশ্যই তোমাদেরকে সঙ্গ দিবেন। একটু অন্যভাবে চিন্তা করে দেখ আজ সমগ্র পৃথিবীর অধিকাংশ মানুষ গৃহবন্ধী, করোনা ভাইরাসে কি এসব গৃহবন্দি মানুষ আক্রান্ত হচ্ছে না। যদি গৃহবন্দি হয়েই করোনার ভায়নয় থাবা থেকে রক্ষা পাওয়া যেত তাহলে সারা পৃথিবীতে আজকে দুই লক্ষের অধিক মানুষের প্রাণ যেত না।
সৃষ্টিকর্তা তোমার সহায় হোন।
Very well said dada. Tui key vabe sobar protita kothar biporite jukti khuje ber koris, amar ey bisoytai khub obak lage and juktu gulo khubi jothapujukto hoy. Dhaka asle ektu payer dhula dis.