You are viewing a single comment's thread from:

RE: The Weekly Turni-Issue 54

in BDCommunity3 years ago

তবে অত সহজেই সব ওল্ডকে গোল্ড মানতে আমি নারাজ।

@hush-button এই ব্যাপারে আমি আপনার সাথে সহমত । আমি নিজেও সব অতীতকে গোল্ড ভাবতে পারিনা। আর এই না পারার কারণ, আমি মনে করি আপনি ভাল জানেন। কিছু অতীতকে গোল্ড না ভেবে, একেবারে ভুলে যাওয়াই বুদ্ধিমানের কাজ হয়।

'মনে পড়ে রুবি রায়
কবিতায় তোমাকে
একদিন কত করে খুঁজেছি...'

এই গানটা আমার অনেক পছন্দের । এমন আরো অনেক গান রয়েছে যেগুলো এখনও পুরনো হয়ে যায়নি। নতুনত্বের থেকেও অনেক ভালো লাগা কাজ করে এই পুরনো গানগুলো তো।

""Marital Rape is a crime ""

@nusuranur Marital Rape কে আমাদের সমাজে কতটা অন্যায়ের চোখে দেখে হয় এটা আমার জানা নেই। এটা শুধু গল্প নয় বাস্তবতা। গ্রামের ঘরে ঘরে এমন ঘটনা ঘটছে। গ্রামের অনেক ছোট বোন আছে আমার , যাদের বিয়ে হয়ে গেছে। তাদের জীবন কতোটা ভয়াবহ সেটা লিখে বর্ণনা করা অসম্ভব।

@tajimkhan ভাইয়া, আপনাকে স্বাগতম। নতুন সদস্য দেখলে সত্যি অনেক ভালো লাগে এটা ভেবে, পরিবারের সদস্য বাড়ছে।

Sort:  

বলতে লজ্জা লাগে তবে শহরেও একই অবস্থা!আর গ্রামে তো একটা ক্লাস ফাইভ পড়ুয়া মেয়ের বিয়ে হয় যার বিবাহ পরবর্তী জীবন নিয়ে বিন্দু পরিমাণ জ্ঞান ও নেই।

সব অতীতের সৃতিরাই যে গল্ডেন হবে এমন নিশ্চয় নাই। আপনি ঠিকই ধরেছেন। আমি মনে করি সবকিছু একসাথে নিয়ে চলতে গেলে জীবনটাই একটা চলমান আস্তাকুড় হয়ে যেতে পারে। এর চে, কিছু কিছু পুরাতন ভুলে; যদি পেছনের ভূলগুলোর শিক্ষা কাজে লাগান যায় তাতে অমঙ্গল নেই মোটেও।
জীবনকে কে আর সেধে সেধে চলমান আস্তাকুড় বানাতে চায় বলুন!