বিধাতার আইনের বাহিরে করা কাজের মাঝে সাময়িক আনন্দ থাকে,কিন্তু সামগ্রিকভাবে দিনশেষে সুখ থাকে না।
তারা চলে যাওয়াতে বরং বেশি ভালো হয়েছে,থেকে গেলে শুধু সেই সাময়িক আনন্দটুকু পাওয়া যেতো,
জীবনের প্রতিটা ক্ষণ,প্রতিটা বিষয় থেকে আনন্দ নিংড়ে নেওয়া যেতো না।
তাদের প্রতি শতকোটি প্রণাম আর কৃতজ্ঞতা, তারা চলে গিয়ে বাঁচিয়ে দিয়েছে....
হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ
এখন আমি অনেক ভালো আছি, কোনো পিছুটান নেই,শুধুই আল্লাহর ইচ্ছা এবং দেখানো পথ