এইদিক দিয়ে চিন্তা করলে এমনও বলা যায়,ধরলাম আমাদের দেশের মেয়েরা সবাই পর্দা করে চলে,এখন একজন বিকৃত মানসিকতার পুরুষ সে ইন্টারনেটে খারাপ কিছু দেখে ট্রিগার হয়ে আশপাশের কাউকে ধর্ষণ করলো,তাহলে এর দায় এখন কার,কারণ দেশের মেয়েরা সবাইতো পর্দা করে চলে।
আসলে ধার্মিক যদি হতেই হয়,সবার আগে ধার্মিক হতে হবে পুরুষকে,পুরুষকে আগে নৈতিকতা শিখাতে হবে তারপর বাকি যেসব কারণ আছে পোশাক বা অন্য কিছু সেগুলোর দিকে নজর দিতে হবে।
ঠিক
ধর্ষণের সাথে পোশাকের নাম জুড়ে দিয়ে ধর্ষণকে জাস্টিফাই করা বিরাট বড় ভুল ....পর্দার বিধান এর ক্ষেত্রে নারীর পর্দার বিধান যেমন আছে ঠিক তেমন ভাবে পুরুষেরও পৰ্দা আছে তা হলো চোখের পর্দা ...যেটা মানুষজন ভুলে যাচ্ছে !