"কেন বলতে পারিনা "ও যদি এতে ভালো থাকে, তো থাক।" "
আসলে এই কথাটা কি আমরা সবজায়গায় বলতে পারি আপু?
ধরা যাক,একজন প্রতিদিন নেশাদ্রব্য সেবন করছে,সে বলছে যে, সে এতে খুব সুখে আছে,ভালো আছে।তাকে কি আমরা এই কথাটি বলতে পারি?সেবন করছে করুক,করতে দাও,এতেই সে ভালো আছে!
খালি উদাহরণ দিলে হবেনাতো, প্রাসঙ্গিক হতে হবে সেটা 🙂
না বুঝলে আবার পড়ুন, প্রশ্ন থাকলে জিজ্ঞেস করুন।
এইটাইতো আমি আপনাকে বললাম আমিতো এই কনটেক্সটে কথা বলছিনা।
এখানে মাদক সেবন বা এ জাতীয় প্রসঙ্গতো নাই।