কিছু অনুভুতি কখনোই ভাষায় প্রকাশ করা যায় না, তার পরেও মানুষ চেষ্ঠা করে কোনোনা কোনো ভাবে তার নুণ্যতম হলেও প্রকাশ করতে। এমন একটা স্পর্শকাতর একটা বিষয় নিয়ে আপনি লিখেছেন, যার মধ্যে অনেক ভালো লাগার অনুভুতির পাশাপাশি অত্যন্ত দুঃখের অনুভুতির অভিজ্ঞতার প্রকাশ রয়েছে।
সুস্থ সন্তান আল্লাহ তাআলার এক অশেষ রহমত, যা আমরা প্রত্যেক মানুষই আশা করে থাকি। তবে মাঝে মাঝে কিছু অনাকাঙ্খিত ঘটনা দেখতে পাওয়া যায় সন্তান গর্ভাবস্থায় থাকার সময়, যা কিনা একটি পরিবারের জন্য অনাকাঙ্খিত দুঃখ ও কষ্ট বয়ে আনে। আর এমন কষ্টের অনুভুতি ও অভিজ্ঞতা কখনোই ভাষায় প্রকাশ করা যায় না।
তাই সবসময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি এমন অনাকাঙ্খিত ঘটনার মাধ্যমে কোনো অভিভাবককে যেনো দুঃখ না দেয়। সকলের জীবনে যেনো সৃষ্টিকর্তা সুস্থ সবল সুন্দর সন্তান দান করেন এমনটাই সকলের প্রার্থনায় থাকা উচিত।
আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্যে অসংখ্য ধন্যবাদ।