ছোট্ট একটা জীবনে আপনাকে কত ধরণের পরিস্থিতির মোকাবেলা করতে হয়। আপনি ভেবেছেন আপনি যদি ওই সব পরিস্থিতির মোকাবেলা না করতেন তাহেল আজ হয়তো আপনি খুব সহজেই উপরে উঠতে পারতেন , কিন্তু ভুল কথা। আপনি যত বার জীবনের কঠিন পরিস্থিতির মুখে পড়বেন তত বার কোনো না কোনো কিছু শিখে আসবেন। আসলে বিপদ আমাদের অনেক কিছুর শিক্ষা দিয়া যায়। আপনি একবার যদি বিপদে পড়েন তাহলে আপনি চাইবেন সেই বিপদে দ্বিতীয় বার আর না পড়তে , আর ঠিক এখান থেকেই আমাদের শিক্ষা। আর এই শিক্ষাটা আমাদের সারাজীবন কাজে লাগবে। তাই বেশির বিপদে পড়লে সব সময় দুঃখী না হয়ে সেটার সমাধান খুজার চেষ্টা করবেন !
আমি আমার জীবনে অনেক সমস্যার সমাধান করেছি , কিন্তু আবার মাঝে মাঝে অনেক সমস্যায় পড়েছি যে গুলা হয়তো আমার জীবনে কখনো পড়িনি । কিন্তু সত্যি বলতে আমি অনেক কষ্ট পেয়েছি , কিন্তু আবার ভাবি কষ্ট পেয়ে আর কি হবে , এটা তো জীবনের শেষ না আরো অনেক কষ্ট ভোগ করতে হবে। এই অল্পতেই কি থামলে হবে ? এই রকম চিন্তা ধারা সবার থাকতে হবে। ধরুন আপনি অনেক বড় হয়ে চান আর তার জন্য আপনাকে অনেক গুলো ধাপ পার করতে হবে , আর ধাপ গুলোর মধ্যে প্রথম ধাপটা অনেক বেশি কঠিন হয়ে থাকে , আর আমি হয়তো এখন প্রথম ধাপেই আছি , জানি না কেন আমার এত কষ্টের ফল কোথায় যাচ্ছে , কিন্তু আমি জানি আজ ফল পাই আর না পাই কোনো একদিন এইসবের ফল একদিন পাবোই !
এখন আসা যাক , আপনার চিন্তা ধারার কথা , আপনার জীবনেক আলোকিত করার পিছে সব থেকে বড় ভূমিকা রাখে আপনার চিন্তা ধারা , চিন্তা ধারা বলতে আমি বুঝতে চেয়েছে আপনি যদি আপনার প্রতিটা কাজকে ভাগ করে নেন তাহলে আপনার জন্য সামনে আগানো অনেক সহজ হয়ে পারবে , আমি আপনাকে একটা কথাই বুঝানোর চেষ্টা করছি যে আপনি যত বিপদ আসবে তাদের মোকাবেলা করে যাবেন , আপনি যদি ভেঙে পড়েন তাহলে হবে কিভাবে ? আর বিপদ আসবে এটাই স্বাভাবিক , আপনাকে অনেক কঠিন কঠিন রাস্তা পারকরবে হবে , ভয়ের পরেই জয় , আপনি ভয় পেয়ে থেকে থাকলে হবে না , ভয়ের সাথে লড়াই করতে হবে !
আসলে আপনার জীবনে আপনাকে একটা টার্গেট রাখতে হবে। আর আপনি লোভীর মতো আচরণ করবেন না , এতে করে আপনি আপনার শেষ সম্বল টাও হারাতে পারেন , আমি আমার ক্ষেত্রে একটা উদাহরণ দেই , আমি মাঝে মাঝে অনেক লোভীর মতো কথা বলি , আমি শিকার আমি লোভী , যার কারণে এখন অনুতপ্ত , আমি বলবোনা লোভীর মতো বেবহার এর কারণে আমার কি ক্ষতি হয়েছে। কিন্তু ক্ষতি হয়েছে , তাই আপনারা সব সময় চেষ্টা করবেন যাতে আপনারা লোভী হয়ে না উঠেন।
আপনিই পারেন আপনার জীবনকে সুন্দর করে তুলতে। তাই সব সময় আমি আপনাদেরকে বলবো আপনারা কখনোই লোভী হবেন না। লোভ মাংসঃকে টালি টালি ধ্বংস করে। আর আপনারা চেষ্টা করবেন যাতে একজনকে সাহায্য করতে পারেন , সাহায্য বলতে টাকা দিয়ে না , আপনি একটা মতামত দিয়েও সাহায্য করতে পারেন , আর এই কথাটা আমাকে রিয়াজ ভাই বলেছে , আপনারা হয়তো অবশ্যই রিয়াজ ভাইকে চিনেন , ওই দিন সাকিব ভাই ও বলেছিলো লোভী হৈয়ো না , আমি আমার যথা সেদ্ধ চেষ্টা করসি যাতে আমি লোভী হয়ে না উঠি ! আর সব সময় ভাইয়েরদের সাথে থাকতে চাই , আমার অনেক কিছু শিখার বাকি আছে
তোমার মনে অনেক দুঃখ বুঝতে পেরেছি। প্রতিটি মানুষের দুঃখ গুলোই তার সামনের পথ চলতে সাহায্য করে। তাই দুঃখকে আপন করে নিতে পারলেই ভালো।
আসলে দুঃখ কারোজীবনে সব সময় থাকে না , কিন্তু সবাই চায় দুঃখটাকে এড়িয়ে চলতে , আমার মনে যদি অনেক দুঃখও থাকে , কিন্তু সেই কারণেতো মন মরা হয়ে বসে থাকা যাবেনা , আর আমি এখন নিজেকে শক্ত রাখার চেষ্টা করছি , জানিনা পারবোনা কিনা , কিন্তু আবার এটাও চিন্তা করি সামান্য এই দুঃখের কারণে আমার জীবন তো আর থেমে থাকবেনা , তাই জীবনে যত দুঃখই আশোক কখনোই মন মরা হয়ে বসে থাকা যাবেনা ! সে গুলোকে সাথে নিয়েই পথ চলা শিখতে হবে !