নতুন বছরের নতুন যাত্রা।

in BDCommunity3 years ago

দেখতে দেখতে আবার নতুন একটা বছর চলে আসলো আর সব কিছুকে আবার নতুন ভাবে গোড়ার পরিকল্পনাও চলে আসলো। স্বাভাবিকভাবেই নতুন বছরে আমাদের ক্লাস পরিবর্তন হয়। আর এবার তো ক্লাস না পুরো সব কিছুই পাল্টাতে যাচ্ছে। জীবনের প্রথম বারের মতো কলেজএ পা রাখতে যাচ্ছি। জানিনা কি হবে একটু ভয় ভয় কাজ করছে। আর হ্যা , আমি প্রতিবার নতুন স্কুল গুলোতে যেতে কেমন লজ্জা বোধ করতাম সেই জন্য আমরা কয়েজন মিলে একসাথে এক স্কুলএ ভর্তি হতাম। কিন্তু এটা তো কলেজ কে কোথায় যায় সেটার কোনো ঠিক ঠিকানা নেই। একা একাই যেতে হবে , তাই মনের মধ্যে একটু ভয় কাজ করে আরকি।

pexels-levent-simsek-4190564.jpg

এখনো কোনো কলেজ এ ভর্তি হয়নি দেখা যাক কি হয়। আর মনে হয়না আমাদের বন্ধুদের মধ্যে কেউ একসাথে ভর্তি হবে বা হতে পারবে। আচ্ছা যাই হোক , আমার ইচ্ছা ছিল শুধু কোনো ছেলেদের কলেজ অর্থাৎ যাতে শুধু ছেলেরাই পরে। আমি ছোট বেলা থেকে এমন কলেজ এ পড়ার চিন্তা করতাম। এখন যদি আশা পূরণ হয় আরকি। আর সত্যিই আমি অনেক খুশি হতাম যদি ওদের সাথে পড়তে পারতাম। যদি এমন হতো। আর হ্যা , যদি আমরা একসাথে এক কলেজ এ ভর্তি না হতেও পারি তাহলে আমাদের সম্পর্ক আগের মতোই থাকবে। আমরা সবাই তো একসাথেই থাকি প্রায়।

আচ্ছা যাই হোক , গতকালকের কথা যদি বলি আমি ঘরথেকে একটুও বের হয়নি। ওরা বলেছিলো ওদের সাথে থাকার জন্য কিন্তু আম্মু বের হতে দেয়নি। সকালে এসে সব ভিডিও দেখাচ্ছিল , অনেক আনন্দ করেছে ওরা। শুধু আমিই একা একা বসে ছিলাম ঘরে। আর হ্যা , ঘর এর বারান্দা থেকেও সব কিছু দেখা যাচ্ছিলো। আমাদের বাসার পাশেই হাতিরঝিল। আর যদি হাতিরঝিল এ বাজি ফুটানো হয় তাহলে আমাদের বাসার বারান্দা থেকে সব কিছু একদম স্পষ্ট দেখা যায় তাই তেমন বেশি একটা খারাপও লাগে নি। মোটামোটি অনেক কিছুই দেখতে পেরেছি। কিন্তু বন্ধুদের সাথে থাকার মজাটাই অন্যরকম।

যাই হোক , এটা আফসোস করলে আর ফিরে আসবেনা। আশা করি আবার আগামী বছর সবার সাথে মিলে একসাথে আনন্দ করতে পারবো। সব কিছুকে আবার নতুন করে শুরু করতে হবে। যা যা হয়েছে সব গুলোকে ভুলে আবার সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটাই নিয়ম, আপনার আগের কথা ভেবে তো বর্তমানকে নষ্টে হতে দেয়া যাবে না। তো সব কিছুকে আবার নতুন করে শুরু করুন দেখবেন আপনি অবশ্যই সফল হবেন। শুধু প্রয়োজন ধৈর্য আর মনোবল এর। যা আপনাকে সাফল্যের চূড়ায় উঠতে সব থেকে বড় ভূমিকা রাখে। তাই নিজেকে ওই ভাবে প্রস্তুত করুন যাতে আপনাকে আর পিছনের দিকে না তাকাতে হয়। আর হ্যা, যে বছর চলে গিয়েছে সেটা আর কখনোই ফিরে আসবেনা সেটাকে ভেবে তো আর কোনো লাভও হবে না। একটু গভীর ভাবে ভাবলে সব কিছুরই একটা সমাধান পাওয়া যায়।

Image source

Sort:  

Hi @shemanto72, your post has been upvoted by @bdcommunity courtesy of @rem-steem!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON