তুমি সুন্দর, তুমি পরিপাটি ও তুমি ছিমছাম । কোথাও তোমার কমতি নেই । তোমার ঘাটতি শুধু মনুষ্যত্বে, তোমার ঘাটতি শুধু বিবেকে । যেটা তুমি বাহির থেকে কাউকে প্রকাশ করো না বা কাউকে বুঝতেও দাও না । সত্যি বলতে কি, দিনশেষে তোমার এই বিন্দুমাত্র ত্রুটির জন্য তোমার বাকি গুণগুলো নষ্ট হয়ে যাচ্ছে । যেটা কেউ বুঝতেও পারে না, উপলব্ধিও করতে পারে না । এটা শুধু উপলব্ধি করতে পারে তোমার বিবেক । চেষ্টা করো তোমার বিবেককে জাগ্রত করার জন্য।
গত সপ্তাহে একটা মানুষকে দেখলাম সে সাইক্রেটিস্টের কাছে চিকিৎসা নিচ্ছে । তোমার দৃষ্টিকোণ থেকে সেই মানুষটাকে তুমি পাগল ভাবতে পারো । কিন্তু তুমি বা আমি সত্যিকার অর্থে জানিনা যে, ঐ মানুষটার ভিতরে কি চলছে আর কেনই বা তাকে সাইক্রেটিস্টের শরণাপন্ন হতে হয়েছে । আমি তুমি কি পারি, আমি তুমি পারি শুধু সমালোচনা করতে । শুধু তাকে বলতে পারি, তুই বেটা পাগল হয়ে গেছিস । এজন্য পাগলের ডাক্তারের কাছে যাতায়াত করিস ।
বেরিয়ে আসুন ভাই এরকম অহেতুক সমালোচনা থেকে । চেষ্টা করুন তার সমস্যাটা জানার । হয়তো সে মানসিক চাপের মধ্যে আছে, হয়তো সে পারিবারিক ভাবে ঝামেলার ভিতরে আছে, হয়তো তার হাজারটা দুশ্চিন্তায় দিন কাটছে । চেষ্টা করুন তার কথাগুলো শোনার,চেষ্টা করুন তাকে সান্তনা দেওয়ার ।
সাইক্রেটিস্টের কাছে গেলেই যে,সে পাগল হয়ে গেছে । এই হীনমন্যতা ও মূর্খতা বন্ধ করুন । আপনার সমালোচনা হয় যেন বিশুদ্ধ অক্সিজেনের মতো, যেটা শুনে সেই বিষাদগ্রস্ত মানুষটার মনে যেন প্রশান্তি আসে,সেই দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন । চেষ্টা করুন সমালোচনাকে বিশুদ্ধ অক্সিজেনে রূপ দেওয়ার জন্য ।
![20200612_13355701.jpeg](https://images.hive.blog/768x0/https://files.peakd.com/file/peakd-hive/shuvo35/cpWIsvmv-20200612_133557-01.jpeg)
![20200612_13354101.jpeg](https://images.hive.blog/768x0/https://files.peakd.com/file/peakd-hive/shuvo35/H6wzUZvE-20200612_133541-01.jpeg)
Hi @shuvo35, your post has been upvoted by @bdcommunity courtesy of @simplifylife!
Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.
JOIN US ON
প্রত্যাশাটি কতোটা পূর্ণতা লাভ করবে সেটা আমি জানি না, তবে আমাদের মানসিক অবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত, আমরা এবং প্রকৃতি কোনটাই সজীব থাকবে না এটা নিশ্চিতভাবে বলা যায়।
হুম ভাইয়া । তবে সবার মঙ্গল হোক , এই কামনাই করি ।
সেটাই, আর যার যার অবস্থান থেকে প্রকৃতি রক্ষার চেষ্টা করি।
thanks for your compliment.