বিশুদ্ধ অক্সিজেন || pure oxygen

in BDCommunity5 years ago

তুমি সুন্দর, তুমি পরিপাটি ও তুমি ছিমছাম । কোথাও তোমার কমতি নেই । তোমার ঘাটতি শুধু মনুষ্যত্বে, তোমার ঘাটতি শুধু বিবেকে । যেটা তুমি বাহির থেকে কাউকে প্রকাশ করো না বা কাউকে বুঝতেও দাও না । সত্যি বলতে কি, দিনশেষে তোমার এই বিন্দুমাত্র ত্রুটির জন্য তোমার বাকি গুণগুলো নষ্ট হয়ে যাচ্ছে । যেটা কেউ বুঝতেও পারে না, উপলব্ধিও করতে পারে না । এটা শুধু উপলব্ধি করতে পারে তোমার বিবেক । চেষ্টা করো তোমার বিবেককে জাগ্রত করার জন্য।


গত সপ্তাহে একটা মানুষকে দেখলাম সে সাইক্রেটিস্টের কাছে চিকিৎসা নিচ্ছে । তোমার দৃষ্টিকোণ থেকে সেই মানুষটাকে তুমি পাগল ভাবতে পারো । কিন্তু তুমি বা আমি সত্যিকার অর্থে জানিনা যে, ঐ মানুষটার ভিতরে কি চলছে আর কেনই বা তাকে সাইক্রেটিস্টের শরণাপন্ন হতে হয়েছে । আমি তুমি কি পারি, আমি তুমি পারি শুধু সমালোচনা করতে । শুধু তাকে বলতে পারি, তুই বেটা পাগল হয়ে গেছিস । এজন্য পাগলের ডাক্তারের কাছে যাতায়াত করিস ।
বেরিয়ে আসুন ভাই এরকম অহেতুক সমালোচনা থেকে । চেষ্টা করুন তার সমস্যাটা জানার । হয়তো সে মানসিক চাপের মধ্যে আছে, হয়তো সে পারিবারিক ভাবে ঝামেলার ভিতরে আছে, হয়তো তার হাজারটা দুশ্চিন্তায় দিন কাটছে । চেষ্টা করুন তার কথাগুলো শোনার,চেষ্টা করুন তাকে সান্তনা দেওয়ার ।
সাইক্রেটিস্টের কাছে গেলেই যে,সে পাগল হয়ে গেছে । এই হীনমন্যতা ও মূর্খতা বন্ধ করুন । আপনার সমালোচনা হয় যেন বিশুদ্ধ অক্সিজেনের মতো, যেটা শুনে সেই বিষাদগ্রস্ত মানুষটার মনে যেন প্রশান্তি আসে,সেই দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন । চেষ্টা করুন সমালোচনাকে বিশুদ্ধ অক্সিজেনে রূপ দেওয়ার জন্য ।20200612_13355701.jpeg
20200612_13354101.jpeg সজীবতায় ভরে যাক প্রতিটি মানুষের জীবন ।সুস্থ ও সুন্দর থাকুক তারা নিজ জায়গায় । ধন্যবাদ সবাইকে

Sort:  

Hi @shuvo35, your post has been upvoted by @bdcommunity courtesy of @simplifylife!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON

সজীবতায় ভরে যাক প্রতিটি মানুষের জীবন ।সুস্থ ও সুন্দর থাকুক তারা নিজ জায়গায় ।

প্রত্যাশাটি কতোটা পূর্ণতা লাভ করবে সেটা আমি জানি না, তবে আমাদের মানসিক অবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত, আমরা এবং প্রকৃতি কোনটাই সজীব থাকবে না এটা নিশ্চিতভাবে বলা যায়।

হুম ভাইয়া । তবে সবার মঙ্গল হোক , এই কামনাই করি ।

সেটাই, আর যার যার অবস্থান থেকে প্রকৃতি রক্ষার চেষ্টা করি।

Thanks for sharing your experience with us!
TIBLogo

Inner Blocks: a community encouraging first hand content, and each individual living their best life. Come join the Inner Blocks CommunityYou have been curated by @hafizullah on behalf of , and check out @innerblocks! #lifehappening

thanks for your compliment.