আমিও একসময় মেসে থাকতাম ভাই। নিজের পড়ালেখার পাশাপাশি টিউশনি করাতাম। তো যখন টিউশনি থেকে বাসায় আসতাম, দেখতাম যে বুয়া যা রান্না করে গেছে, সেই খাবার শেষ হয়ে গেছে। এখন আমায় রান্না করে খেতে হবে। ক্ষুধা পেটে নিয়ে রান্না করতাম। কষ্টে একা একাই হাসতাম। 😅
যাক এসব কথা।
মেস লাইফ আসলেই মানুষকে আরো নতুন নতুন অভিজ্ঞতা এনে দেয়। 🙂@ohabrizvi
You are viewing a single comment's thread from: