সবাইকে শুভ সকাল,
আশা করি আপনারা সবাই ভালো আছেন!
আমি @hive.blog এ নতুন, আমি দুই বছরে ধরে @hive.blog ব্যবহার করে আসছি।তাই @hive.blog সম্পর্কে আমার বেশি একটা ধারণা নেই।
একবছর আগে আমি কালো তালিকাভুক্ত scammer @mn-nazmul/ এর কাছে hive transfer করেছি hive নিয়ে তার সাথে আমার লেনদেন হয়েছিলো ।সে যে ব্ল্যাকলিস্টেড আইডি এই বিষয়ে আমি জানি না।কীভাবে বুঝতে পারব এই আইডি টা ব্ল্যাকলিস্টেড আইডি।
ব্ল্যাকলিস্টেড আইডি কীভাবে চিনতে পারবে.যদি কোনে উপায় থাকে ,তাহলে আমাকে কমেন্টর মাধ্যেমে জানালে অনেক উপকৃত হবে।আমি নিজেও জানি না যে, আমার আইডি টি ব্ল্যাকলিস্ট করা হয়েছে। আমি একদিন আমার বড় ভাইকে বলি আমার পোস্ট @spaminator (-) ভোট দেয় । তখন বড় ভাই দেখে বলে ,তোমার আইডি টি ব্ল্যাকলিস্টেড।
আমি ব্ল্যাকলিস্টেড আইডি @mn-nazmul/@sujonkhan এর সাথে আমি লেনদেন করেছিলাম। যার ফলে @spaminator আমাকে ডাউন ভোট দিচ্ছে। তবে এই বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। সে কারণে আমি তার সাথে লেনদেন করেছিলাম।,যা আমার ভুল হয়েছে । আমি আমার ভুল স্বীকার করতেছি ,এবার মতো আমাকে ক্ষমা করে দিবেন। আর আমি পরবর্তীতে এসব ব্ল্যাকলিস্টেড আইডির সাথে লেনদেন করব না। পরবর্তীতে আর এই ধরনের ভুল হবে না।
আমার hive আইডি টি (@smith01) ব্ল্যাকলিস্ট থেকে Remove করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
বিশেষ ধন্যবাদ @Hivewatchers-Helper
নিবেদক
@smith01
Appeals --> https://discord.gg/eSwf8vzhWs