গোলাপ গ্রামে একদিন

in BDCommunity4 years ago

1.jpg

সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি গিন্নি এর মন খারাপ, বউ এর মোন ভাল করার জন্য মনে মনে ভাব্লাম কি করা যায়- গিন্নি কে বল্লাম চল আজ বাহিরে নাস্তা করি সবাই মিলে, বউ দেখি রাজি বল্লাম আমি বাইক বাহির করতেছি তুমি রেডি হও। বাইকে করে ঢাকার আজিমপুর এ যাব নির্দিষ্ট একটা দোকানে সকালের নাস্তা খেতে কিন্তু কি মনে করে যেন ভাব্লাম যাই দূরে কোথাও একটু ঘুরে আসি যেই ভাবা সেই কাজ। কিন্তু যাব কোথায় ঢাকার আসে পাসে ঘুরার তেমন জায়গা নেই তবে কিছুদিন যাবত ঢাকার অদুরে সাভারে গোলাপ গ্রাম নামে একটা জায়গার নাম শুনে আসছিলাম মনে মনে সেখানে যাব ঠিক করলাম কিন্তু গিন্নি কে তখনো কিছুই জানাই নি, বাইক চালাচ্ছি তখন তাকে বল্লাম চল নতুন একটা জায়গায় তোমাকে নিয়ে যাব আজ গোলাপের অনেক চাষ হয় সেখানে সেই জন্য সেই গ্রামের নাম ই এখন হয়ে গেছে গোলাপ গ্রাম।সেই গ্রামের সবাই কোন না কোন ভাবে এই গোলাপ ফুল চাষের সাথে সম্পৃক্ত।

2.jpg

যাতায়াতঃ
গোলাপ গ্রামটি সাভার এর বিরুলিয়া নামক গ্রামে অবস্থিত।
আমরা গিয়ে ছিলাম আমাদের মোটর বাইকে, যারা বাসে কিংবা অন্ন কোন বাহনে যেতে চান তারা মিরপুর এর মাজার রোড থেকে দিয়া বারির দিকে যেতে হবে অথবা মিরপুর ১ থেকে আলিফ পরিবহনে যেতে পারেন দিয়া বাড়ি ঘাটে জন প্রতি ভাড়া নিবে ৫ টাকা। দিয়া বাড়ি ঘাট থেকে টলারে করে যেতে হবে সাদুল্লাপুর ঘাট এ। ঘাট থেকে ইজিবাইকে গোলাপ গ্রাম ভাড়া নিবে জন প্রতি ২০ টাকা।

গোলাপ গ্রামে ঢোকার পথে একটি বাজার পরবে আপনার ইচ্ছা করলে সেখান থেকে সকালের নাস্তা সেরে নিতে পারেন। আমরা সকালের নাস্তা হিসাবে নানরুটি সাথে গরুর মাংশ নিয়ে ছিলাম, খাবার এর টেস্ট মোটামুটি ভালই ছিল।

3.jpg

4.jpg

5.jpg

গোলাপ গ্রাম ভ্রমনের উপযুক্ত সময়ঃ

শীতকাল হোল গোলাপ গ্রাম ভ্রমনের উপযুক্ত সময়, তবে বছরের যে কোন সময় সেখানে ভ্রমন করা যায়।শী্তের শুরুতে গোলাপ বাগানে অধিক সংখ্যক ভ্রমনকারী ভ্রমন করতে আসেন তখন ফুলে ফুলে ভরে যায় পুর গ্রাম।

গোলাপ গ্রামে গিয়ে কি দেখতে পাবেনঃ
গোলাপ গ্রাম আসলে ওই গ্রামের বেশ কয়েক জন কৃষক এর গোলাপ চাষের খেত বা বাগান বলা যায়।তবে বাগান গুল খুব সুন্দর এবং পরিপাটি করে গুছিয়ে পরিচালনা করা হচ্ছে।প্রধান বাগান গুলতে প্রবেশের জন্য একটি রাস্তা রয়েছে রাস্তার দু ধারে টেবিল পেতে গোলাপ, রজনিগন্ধা সহ অন্যান্য ফুলের পসরা নিয়ে বসে আছে ওখান কার স্থানীয় বাসিন্দাদের অনেকেই, ৩/৫ টাকায় ১টি ফুল এবং ৫০/১০০ টাকার মধ্যে মেয়েদের মাথায় পরার ফুল দিয়ে তৈরি তাজ বিক্রি করছে তারা।
বাগান এবং ফুল এর সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি যখন শেষের দিকে চলে যাবেন তখন প্রকৃতির এক অপুরুপ দৃশ্যের দেখা পাবেন আপনি, বাগানের পাশদিয়ে বয়ে গেছে একটি খাল, সেখানে শত শত পাখির কলতানে আপনি মুগ্ধ হবেনই।পাশেই মাছ চাষের একটি পুকুর সেখানে চাষ হচ্ছে বড় বড় মাছ।

মোট খরচা পাতিঃ
মিরপুর ১ থেকে দিয়াবাড়ি ৫ টাকা।
দিয়াবাড়ি ঘাট থেকে সাদুল্লাপুর ২৫ টাকা
সাদুল্লাহপুর ঘাট থেকে গোলাপ গ্রাম ২০ টাকা
সকালের নাস্তা জনপ্রতি ১০০ টাকা

অবশেষে একটি কথাই বলতে চাই ঘুরতে গিয়ে পরিবেশ নোংরা করা মটেই কাম্য নয়, গোলাপ গ্রাম অনেক সুন্দর এবং পরিস্কার একটি গ্রাম, সেই সৌন্দর্য অক্ষুণ্ণ রাখা আমাদের দায়িত্ব।