লকডাউন ঘোষণার সাথে সাথে বাড়ী চলে চলে যাই৷ কত মর্মান্তিক ঘটনা দেখেছি এই লকডাউনে। এখনো পরিস্থিতি স্বাভাবিক না। সবাই সাবধানে থাকবেন।
মৃত্যু সত্য৷ মৃত্যুর স্বাধ সব প্রানীকেই গ্রহন করতে হবে। একসময়ের বলবান শক্তিমান মানুষটিও মৃত্যুর পর অচল অসাড় শরীর ছাড়া আর কিছুই না।
মৃত্যুর পর প্রানহীন দেহের অন্তিম যাত্রার বিষয়টা আমাকে খুব নাড়া দেয়। করোনায় মৃত্যু দেখেছি, বেঁচে থাকার আকুতি দেখেছি। (ছবিতে ওই মানুষ করোনায় মারা যান নি)। মৃতের স্বজনদের শোক, কষ্টে আকাশ ভারী হয়ে ওঠে৷ তবুও মৃত্যু সত্য। মেনে নিতে হয়।
আমি চেষ্টা করেছি এই অন্তিম যাত্রার ছবি তুলতে। নিজের ব্যবহৃত মোবাইল ফোনে ছবি গুলো তোলা।
মৃত লোকটি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। হিন্দুরীতি তে মৃত দেহ চিতায় পুড়ে ফেলা হয়৷ আম কাঠ দিয়ে চিতা তৈরী করা হয়৷ এরপর চিতায় আগুন দেয়া হয়৷
পুরো বিষয়টি আমি ছবিতে তুলে ধরতে চেষ্টা করেছি।
মৃতের স্বজনদের শ্মশান যাত্রা |
---|
কাঠ কাটার প্রস্তুতি সম্পন্ন।
মুখাগ্নি সম্পন্ন। চিতা জ্বলছে। দূরে স্বজনরা অপেক্ষা করছে।
দুজন লোক সবসময় দুইটা দণ্ড নিয়ে ব্যাস্ত থাকেন। আগুন ঠিক আছে কিনা পর্যবেক্ষণ করেন।
প্রায় ঘন্টা খানেক জ্বলে আগুন। মৃতদেহ পোড়ানো শেষ পর্যায়ে স্বজনরা শেষকাঠ দেন চিতায়। এরপর শ্মশান ত্যাগ করেন স্বজন ও শ্মশান বন্ধুরা।
এটা ছিল আমার সরাসরি একটা ভিন্ন রকম অভিজ্ঞতা৷ আমার অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সাথে।
সবার সুস্থতা কামনা করছি।
পোস্টটি ভালো লাগলে জানাবেন।