Hi friends, Introducing myself in hive blog chain as a sculptor

in BDCommunity4 years ago

আমি সৌরভ।

FB_IMG_1596478335323.jpg
স্নাতকোত্তর পড়ছি চারুকলা ইনস্টিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্য শাখায়।

আমি নিজেকে একজন ভাস্কর্য শিল্পী বা ভাস্কর্য চর্চাকার হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি।

আমার শৈশব কাটে গ্রামে। নদী, প্রাকৃতিক সৌন্দর্য, অবারিত সবুজের সাথে সখ্যতা আমার তখন থেকেই।
তারই ধারাবাহিকতায় আমার শিল্পচর্চা তথা ভাস্কর্য নির্মানে গ্রাম বাংলার বিভিন্ন অনুসঙ্গ উঠে এসেছে।

ভাস্কর্য নির্মানে মাধ্যমের কমতি নেই।

প্রকৃতির জন্য ক্ষতিকর এমন কোন মাধ্যম শিল্পনির্মানে ব্যবহার করতে আগ্রহী নই। তাই মাটি, কাঠ, ধাতু ইত্যাদি মাধ্যমে শিল্প নির্মান করি।
PicsArt_06-10-09.45.36.png
ধাতু ব্যবহারে আমার ভালোলাগা অন্যমাত্রার।
IMG_20200806_082012.jpg

ওয়েল্ডিং এ কাজ করে বেশি তৃপ্তি পাই।

received_465432020688120.jpegIMG_20200806_082330.jpg

বর্তমান মহামারী করোনা পরিস্থিতিতে সবাই যার যার অবস্থান থেকে সুস্থ থাকুন, সাবধানে থাকুন।
শুভ কামনা রইলো সবার জন্য।

Sort:  

Welcome here. Enjoy your time!

Thanks 😊