২০১৭ সালের অক্টোবর মাসে এই ব্লক চেইন সার্ভারের সাথে যুক্ত হলেও ২০২১ সালের এই অক্টোবরে ব্লক চেইন সার্ভারে ব্লগ লেখার ইতি টানতে ধরেছিলাম। বছর খানিক আগে @mn-nazmul ব্লাক লিস্টেড আইডির সাথে লেনদেন করার কারণে এক বছর পর এই সেপ্টেম্বরে আমাকেও ব্লাকলিস্টেড করে ফেলে। তখন জানতাম না যে এটা ব্লাকলিস্টেড ছিল। কারণটা বুঝতে পারার সাথে সাথে দিল তুট গিয়া। এতোদিনে পুরনো আইডি এভাবে ব্লাক লিস্টেড হয়ে যাওয়াটা কি যে কষ্টের। হৃদয়ের আয়না ভেঙ্গে চুর চুর।
হঠাৎ করেই ব্লাক লিস্টে নাম চলে যাওয়াতে রীতিমত ভ্যাবাচাকা খায়ে আবারও মনে ভেঙ্গে চুরমার। এবার আর আসবই না নিয়ত করে ফেলেছিলাম। কিন্তু মন আর মানলো না। এতোদিনের একটা পুরোনো আইডি আর সার্ভার কে ছেড়ে কিভাবে থাকতে পারি। পুরনো জিনিষের প্রতি আমার একটু ভালোবাসা বেশি থাকে। সহজে ছাড়তে ইচ্ছা করে না। তাছাড়া এই আইডি আমার বিপদের সংঙ্গি ছিল। বিপদে যে পাশে থাকে তাকে কি ভুলানো যায়? করোনার লক ডাউনের সময় বাসায় বসে বসে এই হাইভেই সময় কাটিয়েছিলাম। পকেটে যখন খুচরা পয়শার ঝনঝনানি ছিল না তখন কিছুটা সহযোগিতা পেয়েছিলাম এখান থেকেই।
@Hivewatchers বাবাজি বলেছেন একটা ক্ষমা প্রার্থণা করে পোস্ট দিতে। আমি অবশ্য ভেবেছিলাম ধূর আর লেখালিখিই করবো না। আমার ভাঙ্গা চুড়া আর তুটা ফুটা লেখা লেখে জাতির কিই বা উপকারে আসে। তবে মন আর মানলো না। ক্ষমা করা যেমন মহৎ কাজ তেমনি ক্ষমা প্রার্থনা করাটাও তেমনেই কিছুটা।
জানি না @Hivewatchers-Helper ব্লাক লিস্ট হতে আমার মত নম্র ভদ্র 😃 মানুষটারে তুলে নিবে কিনা। যদি তুলে না নেয় তাহলে হয়তো আমার বিরক্তির শব্দ চয়ন আর নাশকতা মুলক পোস্ট গুলো থেকে আপনারা রক্ষা পাবেন।
হে মোর শশুর আব্বা
তুমি মোরে ক্ষমা কর
মুক্ত কর ব্লাক লিস্টের কারাগার হতে।
না হলে আমার হয়তো আর
করা হবে না সংসার
তোমার এই সুন্দর ভূবনে।