আমাদের এদিক তেমন কোন নদী বা হাওর নেই। আমি সব সময় নদী নৌকা এইসব মিস করি। আপনার ছবি গুলো দেখে লোভ হচ্ছে প্রচ্চুর।
তবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই যাবো ঘুরে আসবো।
আর ভালো লাগছে না। কত দিন হল কোথাও যাওয়া হয়নিই। নিজের মধ্যেই এক ধরনের তিক্ততা চলে আসছে। খুব প্রয়োজন বোধ করছি কোথাও থেকে ঘুরে আসার।
হাওরে গেলেই প্রকৃতির আসল সুন্দর্য উপভোগ করা যায়, স্বাগতম রইলো ভাই, যত পারেন ঘুরাঘুরি করেন। ধন্যবাদ
ধন্যবাদ আপনাকেও। যেতে না পারি আপনার মাধ্যমে দেখতে তো পারছি 🤣