আপনি তো দেখি গর্ভাবস্থা থেকেই বই পড়ুয়া। আপনি যে সময় তিন গোয়েন্দা হাতে নিয়ে খতম করেছেন সে সময় আমি লাল রংয়ের হ্যাংলাদুগ্লা আদর্শ লিপি নিয়ে চিৎকার করতাম আ তে আকার।
কষ্ট পেলাম আপনার সেই ভালোবাসাটাকে অন্য কেউ কেজি দরে বিক্রি করে দিয়ে কট কটি খেয়ে নিয়েছে।
অবশ্যই মাফ করবেন না, ক্ষমার অযোগ্য অপরাধ করে বসেছে।
বুঝে পড়া অনেক পরে থেকে। কিন্তু বই পড়া সেই কেজির আগ থেকেই।
মাঝেমধ্যে এলাকায় সেই ভাইকে দেখি। মাথা নামানো থাকে।
তাহলে সেই ভাইটা তার অপকর্মের জন্য লজ্জিত।