আহা! বাবার কথা মনে পরে গেলো। আমিও আমার বাবার কাছে দাবা খেলা শিখেছি। বাবা ছিল উপজেলায় দাবার চ্যাম্পিয়ন। প্রথম প্রথম বাবা ছাড় দিয়ে খেলা শিখিয়েছিল। বাবা যতোই ছাড় দিত কিন্তু কোন ভাবেই হাড়াতে পারতাম না। অনেক দিন খেলার পর ধীরে ধীরে বাবাকে হারানো শুরু করেছিলাম। তাও হয়তো বাবা ছাড় না দিলে হত না। বাবার সাথে অনেক খেলেছি। বাবা নিজের হাতেই কাঠ দিয়ে সম্পূর্ণ দাবার সেট বানিয়েছিল। ঐ সেট দিয়েই খেলতাম।
আজ বাবা নেই। খুব বেশি করে মনে পরলো বাবার কথা। @rodmila