আমি পেশাগত জীবনে প্রায় ১২ বছরে পা দিয়েছি। নিজের প্রতিষ্ঠানের ১২ বছর চলছে। তবে এই দীর্ঘ সময়ে অনেক বিপদ আপদের সম্মুখীন হয়েছি। আমাদের চার পাশের মানুষজন যেটাকে সফলতা বলি আমি তার ধারে কাছেও যেতে পারি নিই। তবে আমি নিজেকে সফল হিসেবেই মনে করি। অর্থনৈতিক সফলতায় একমাত্র সফলতা নয় আমার কাছে।