উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ - একশো শব্দের ছোটোগল্প

in BDCommunity3 years ago (edited)

image.png

বাসা থেকে মেজাজ অনেক গরম করে বের হলেন রাব্বি। আজ দুইদিন বাসায় গ্যাস নেই। বাজারে সবকিছুর আগুন দাম। অফিসে এসে শুনলেন তার বস কলেরা আক্রান্ত। তার এক কলিগ আড়াই ঘন্টা জ্যাম ঠেলে পৌঁছালেন অফিসে। চুপচাপ সব সহ্য করে বসে রইলেন তিনি।

হঠাৎ তার পাশের ডেস্কে বেজে উঠলো কোক স্টুডিও বাংলা'র গান। রাব্বি একদম অধৈর্য হয়ে বলে উঠলেন...

"অর্ণব এসব কী শুরু করছে?"

— উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ

(একশো শব্দের ছোটোগল্প)

Sort:  

সত্যিই “উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ”। যে যেভাবে পারছে লুট করে খাচ্ছে। যে আইন বানাচ্ছে সেই তা ভঙ্গ করছে। ইদানীং দেশের পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যাচ্ছে image.png

কিছু বললে গুম হয়ে যাবে এমন ভেবেই কি মানুষ কিছু বলে না? খুব খারাপ লাগে বেশি ভাবলেই

You post has been manually curated by BDVoter Team! To know more about us join our Discord.


Delegate HIVE POWER to us & earn HIVE daily.

FOLLOW OUR HIVE AUTO CURATION TRAIL