আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন🥰আমিও ভালো আছি ।
আজ একটা সুন্দর উপহারের কথা বলি আপনাদের। যা পেয়েছিলাম আমার ভালবাসার প্রথম উপহার হিসেবে।ভালবাসলে মানুষকে কত কিছুই উপহার দেয়। কিন্তু মানুষ তার ভালবাসার মানুষের কাছে আশা করে ব্যাতিক্রম কিছু।আমাকেও সে দিয়েছিল তা যার মূল্য আমার কাছে অনেক। যখন দেখিছিলাম খুব অবাক হয়ে দেখছিলাম এত নিখুতভাবে কি করে করতে পারে।হয়ত ভালবাসা বলেই সম্ভব
⬇️
এই যে.........
এইগুলা দেখতে যেমন সাধারন তা কিন্তু না!
এগুলার মধ্যে আছে অসাধারণ কিছু।
অপেক্ষা করুন একটা একটা দেখাই।
এইটা একটা লাভ, যা খুললেই চারটা লাভ হয়ে যায়। কতটা ভালবাসা আর যত্ন থাকলে এত সুক্ষ্মভাবে করা যায় ভাবুন তো!
আমার নাম তারেক। যদিও সবাই সুজন ডাকে। এইটা একটা লাভ এর অর্ধেক বাজ যখন পুরোটা খুলা হয় তখন এরকম দেখায়। যখন খুলেছিলাম খুব ভাল লাগছিল। 🥰🥰
আরেকটা দেখাই
এইটাও অনেক অসাধারন। এইটা নিচের দিকে পুল করলেই একে একটা পাতা উপরের দিকে যাবে 🥰।আর পরতেও অনেক ভালো লাগছিল। অন্যরকম এক অনুভূতি।
ছোট্ট একটা লাভ। এইটার ভিতর একটা অন্যরকম ভালো লাগার লেখা ছিল।
কখনও ভাবি নাই এত সুন্দর কয়েকটা উপহার পাবো তার কাছে। 🥰আরও অনেক আছে যার সব গুলাই অনেক চমৎকার ছিল।উপহার গুলো হয়তো সামান্য হতে পারে অন্য জনের কাছে কিন্তু আমার কাছে তা মূল্যবান।ওর হাতের শিল্প এগুলা। ভালো লাগে ভালবসা টাকে অন্যরকম ভাবে দেখতে।ভালবাসা আসলে উপহার বা কোন কিছু দিয়ে ব্যাখ্যা করা ঠিক নয়। শুধু অনুভব করে নিতে হয়।যার বিশালতা অনেক। তাও তার প্রথম উপহারটা একটু ব্যতিক্রম ছিল তাই মনের মধ্যে দাগ কেটে আছে।
দোয়া করবেন আমাদের জন্য। সে আমার ওপর একটু রাগ দেখায় ব্যাপার না সামলাই নিব🥰(ভালবাসা) একটি পবিত্র জিনিস তার যেন মান রাখতে পারি।আর সেই ভালোবাসা দিয়েই অনেক কষ্ট করে এগুলা তৈরী করে দিছে। তার থেকে পাওয়া আমার প্রথম উপহার 🥰
মন্তব্য: প্রিয় মানুষের কাছে পাওয়া সব কিছুই স্পেশাল। সেই স্পেশাল টা যদি আরও স্পেশাল হয় তখন অন্যরকম অনুভূতি হয়। 🥰
ভালো থাকবেন
সাবধানে থাকবেন
ধন্যবাদ সকলকে
Congratulations @tarek2780! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :
Your next target is to reach 100 upvotes.
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Support the HiveBuzz project. Vote for our proposal!
ভালোবাসা একটি পবিএ অনুভূতি।এর মাঝে এরুপ ছোট/বড় জিনিসগুলো বয়ে আনে আরো কিছু অনন্দময় স্মৃতি।ভালো লিখেছেন।
আচ্ছা ভাইয়া, @tarek2780
আপনি হাইভে নতুন ইউজার তাও আবার বাংলাদেশি।আমাদের বিডিকমিউনিটি এর ডিসর্কড সার্ভারে জয়েন করার জন্য আহ্বান জানানো হলো।যেখানে কমিউনিটি এর অফিশিয়াল ও অন্যান্য বাংলাদেশি ইউজারদের সাথে পরিচিত হতে পারবেন যেটা খুবই হেল্পফুল।
ডিসকর্ড এপটি ডাউনলোড করে এই ইনভাইটেশন লিঙ্ক (https://discord.gg/MUkmUnq5) দিয়ে জয়েন করূন।ধন্যবাদ।
Thnx 🥰