খুবই ঝকঝকে ম্যাগাজিন। বিশেষ করে সম্পাদকীয়টা অত্যন্ত প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ ছিল।
চোখে তার
যেন শত শতাব্দীর নীল অন্ধকার !
স্তন তার
করুণ শঙ্খের মতো- দুধে আর্দ্র- কবেকার শঙ্খিনীমালার!
এ পৃথিবী একবার পায় তারে, পায় নাকো আর।
কবিতাটির নাম (শঙ্খমালা, গ্রন্থ: বনলতা সেন) মেনশন করলে ভালো হত। শুধু বনলতা সেন দেখে মনে হতে পারে যে এটি বনলতা সেন কবিতার অংশবিশেষ।