Introduction post by tasfiaemee in BDCommunity 29|Sept

in BDCommunity2 years ago

IMG-20220929-WA0003.jpg

Assalamu Alaikum
hello Everybody. This is my first introduction post on HIVE BLOG.

I am Tasfia Emee.I am a student studying in Joypurhat Nursing Institute. I am going to be a nurse in the future.

I am Bangladeshi my national language is Bangla and I want to join Bangladeshi famous community,BDCommunity.

As I am Bangladeshi my mother tongue is Bengali, so I want to do all my posts in we Bangla ,because I love and feel comfortable speaking Bangla.

My first intro post.
Sorry if anything is wrong and thanks in advance to everyone who supports me.

আসসালামু আলাইকুম

আমি তাসফিয়া ইমি।আমার জন্ম এবং বেড়ে ওঠা জয়পুরহাটে।
আমি আমার স্কুল জীবন শেষ করেছি জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবং কলেজ জীবন শেষ করেছি জয়পুরহাট সরকারি কলেজ থেকে।
বর্তমানে আমি জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউট এর তৃতীয় বর্ষের একজন সেবিকা ছাত্রী।
বরাবরই আমি প্রতিযোগিতা নিতে পছন্দ করি এবং সেই প্রতিযোগিতায় সফল হওয়ার চেষ্টা করি।

e.jpg

আমার পেশাটি আমার কাছে প্রতিযোগিতার চেয়ে কম কিছু নয়।
কারণ একজন মুমূর্ষু রোগী যখন তার অসুস্থ শরীর নিয়ে হাসপাতালে ভর্তি হন তখন তৎক্ষণাৎ তাকে সেবা দেওয়া, তার ব্যথা উপশম করা, তাকে মেডিসিন খাওয়ানো, তাকে সুস্থ হওয়ার আশ্বাস দেওয়া, তার পরিবারকে সান্ত্বনা দেওয়া কোন প্রতিযোগিতার চেয়ে কম কিছু কি?
IMG-20220923-WA0004.jpg
একজন মুমূর্ষু রোগী যখন সুস্থ হয়ে বাসায় যান তখন একজন নার্সের সবচেয়ে বেশি ভালো লাগা কাজ করে। কারণ সেবা দেওয়ার সময় একজন রোগীর ব্যথা এবং যন্ত্রণাকে আমরা কাছ থেকে অনুভব করতে পারি। ডাক্তার রোগ সারান কিন্তু নার্স রোগীর দেখাশোনা করেন। সে রোগ সারানোর কাজে প্রধান হাতিয়ার একজন নার্স।

IMG_20220518_085731_124.jpg

নার্সিং একটি মহৎ পেশা আর আমি আমার পেশাকে ভালোবাসি।

যতদিন বেঁচে থাকব আমি আমার পেশার সম্মান রাখার চেষ্টা করব।

WhatsApp Image 2022-09-29 at 9.52.48 PM.jpeg

Sort:  

Welcome to Hive, a nurse is a wonderful profession to have, highly responsible toward those seeking treatment, third year you must almost be complete with studies already.

Hope you enjoy sharing your life in communities that attract you and ask questions where you need any help. Asian community will be sure to assist with learning how to use tools to translate your home language into English for others to follow and read.

@tipu curate

Welcome to Hive. Get yourself familiar with the basics of hive and go through the community rules section in order to proceed in BDCommunity.
Be active and keep engaging. Best of luck.

Congratulations @tasfiaemee! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s):

You received more than 10 upvotes.
Your next target is to reach 50 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Check out the last post from @hivebuzz:

Hive Power Up Day - October 1st 2022
Support the HiveBuzz project. Vote for our proposal!

Assalamu Alaikum
Uyalaikum Assalam.

I am going to be a nurse in the future.

Such a nobel profession. No other health care professional has such a broad and far-reaching role.

Buy the way, welcome to hive & this lovely community. I hope you will enjoy here. Also I want to say," Please try to read others writing & keep engaging.

Best of luck.