Cockroach Berry সাধারণত আমাদের বাংলাদেশে জঙ্গলে দেখতে পাওয়া যায়। Cockroach Berry একটি কাটাযুক্ত গাছ। এই গাছে সাদা বর্ণের ফুল ও লাল বর্ণের ফল হয়ে থাকে। এই গাছেট কান্ড, পাতা, ফুল উভয় অংশ কাটাযুক্ত থাকে। এর ফুল ৫ পাপড়ি বিশিষ্ট সাদা বর্ণের হয়ে থাকে।
সাধারণত Cockroach Berry ফুল এর কেউ যন্ত নেয় না। এই ফুল গুলো প্রাকৃতিক ভাবে হয়ে থাকে। দূর থেকে দেখতে এই ফুল গুলোকে অনেক সুন্দর লাগে। এই ফুল গাছে প্রচুর কাটা থাকায় এটি বাড়িতে লাগানোর উপযুক্ত নয়। Cockroach Berry এর একধরনের লাল রং ফল হয়। এই ফল মিষ্টি স্বাদের হয়। ফলের ভিতরে দানা দানা থাকে। ফলটির ৯০% অংশ কাটা দ্বারা আবৃত থাকে। তাই এই ফল খাওয়া খুবই কষ্টকর। এই ফল খেতে হলে কাটার আঘাত সয্য করতে হয়। Dragon fly এই ফল খায়।
Cockroach Berry বিশ্বের অনেক দেশেই কম বেশি দেখতে পাওয়া যায়। আমাদের বাংলাদেশে গ্রীষ্ম ও বর্ষা কালে বেশি দেখতে পাওয়া যায়।
এডিটিংটা দারুন হয়েছে ভাই, চমৎকার ফটোগ্রাফি।
ধন্যবাদ ভাই
স্বাগতম।
I like the reflection of sunlight on the leaf. Creative photography! Have a good day!
Thank you
Learn more.This post earned a total payout of 1.802$ and 0.901$ worth of author reward that was liquified using @likwid.