আসসালামু ওয়ালায়কুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে আবার ফিরে এলাম। আজ আমি আমার এলাকার মেলার ছোট একটা মেলার ঐতিহ্যবাহী খেজুর গুরের জিলাপি বানানোর একটি ভিডিও তৈরি করেছি। উক্ত ভিডিওতে আমি খেজুর গুরের জিলাপি বানানোর পদ্ধতি তুলে ধরার চেষ্টা করেছি যা আজকের দিনে খুব কম দেখতে পাওয়া যায়। আশা করি সবাই সম্পূর্ণ দেখবেন ও আপনাদের মতামত জানাবেন।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আশা করি সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। আজকের জন্য এতটুকুই আবারও দেখা হবে সামনের কোন ব্লগ পোস্টে। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
আমার ইউটিউব চ্যানেলঃ
https://youtube.com/channel/UC9iAbVL8__0j-1SeXUpsEvA