পারফেক্ট লাইফ বলে মনে হয় কিছুই নেই ...
কখনো সময়ের অভাব, কখনো সুস্থতার অভাব, মায়ের স্নেহময় মুখের অভাব, অর্থের অভাব, কিংবা বলতে না পারা অনেক কিছুর অভাব যা পিছু ছাড়ে না ! কাউকে বুঝানোও যায় না।

'কেমন আছো?' - প্রশ্নের উত্তরে মিথ্যেমিথ্যি 'ভালো আছি' বলে দেয়াটাই সহজ ... ফিরতি আর কোন প্রশ্ন আসে না ... 'ভালো নেই' বললেই 'কেন ভালো নেই?' - তার উত্তর দিতে হবে ... ও প্রশ্নের উত্তর দেবার মত কোন শব্দ বা বাক্য কখনও জানা থাকে না!!

এই ছোট্ট জীবনের কত হিসেব নিকেশ, কত জটিলতা, কত অভাব, অপ্রাপ্তি, কত যুদ্ধ আর কত নিঃশব্দ চিৎকার প্রতিধ্বনিত হয় প্রতিনিয়ত - সেসবের আওয়াজ নিজে ছাড়া পৃথিবীর আর কেউ শুনতে পায় না.

I liked your writings. But, it seems like none of the images were uploaded successfully.
Please check your post before submitting it, check for mistakes or technical issues.
Ok. Thanks