খুব পছন্দের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁর আরণ্যক উপন্যাসে জোসনা অবলোকনের এক চমৎকার বর্ননা দিতে গিয়ে বললেন, এ যেন স্বপ্নের মতো মধুর, স্বপ্নের মতোই অবাস্তব।
ঘোড়ার পিঠে গহীন বনের মধ্য দিয়ে মাইলের পর মাইল হঠাৎ তার মনে হলো তিনি পথ হারিয়েছেন। প্রকৃতিকে ঠিক চিনতে পারছেন না। চোখের সামনে বিশাল এক অরণ্য যা ধূম্রনীল শীর্ষদেশ রেখায় আকাশের এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত। এর সাথে যখন জ্যোৎস্নার আলো যুক্ত হলো, মনে হল যেন অজানা ও অদ্ভুত সৌন্দর্যময় পরি রাজ্যের মধ্য দিয়ে যাত্রা করেছেন।
চোখের সামনে এমন সৌন্দর্য আর পরিপূর্ণ জ্যোৎস্নায় হুহু ঘোড়া ছুটিয়ে চলার আনন্দের সাথে দুনিয়ার কোন সম্পদই হয়তো বিনিময় করতে চাইতেন না।
কোন এক আষাঢ়ের পূর্ণিমা রাতে, জোৎস্নার আলোয় নগরী যখন ঝকমকে আলোকিত রাজ্য চালনার একমাত্র অধিকারী গৌতম বুদ্ধ সংসার ত্যাগ করার মনস্থির করেন।
সদ্য জন্ম লাভ করা তার পুত্র সন্তান রাহুলকে তিনি এখনো দেখেননি। তিনি একবার ভাবলেন, একটি নজর দেখবেন এবং ঘুমন্ত রাহুলকে আদর করে চলে আসবেন।
কিন্তু তিনি সাক্ষী করলেন সেই জোসনাকে, মায়ার বন্ধনে আবৃত হওয়া থেকে নিজেকে নিবৃত রাখলেন। "নির্ভানা" র গন্তব্যে যাত্রা করলেন। আর আমরা পেলাম one of the greatest philosopher in the history of humankind.
গৌতম বুদ্ধের গৃহত্যাগী হওয়ার পেছনে পূর্ণিমার কোন হাত ছিল কিনা সেটা বলতে পারবো না, তবে একথা সত্যি যে, উপন্যাসের বইয়ে লেখা পূর্ণিমার সে সৌন্দর্য আমরা আমাদের কলকব্জার জীবনে অকস্মাৎ দেখতে পাই না।
বিশ্ব বাস্তবতা সম্পর্কে গৌতম বুদ্ধ তিনটি কথা বলেন,
১.Everything is constantly changing.
২.Nothing has any enduring essence.
৩.Nothing is completely satisfying.
আপনি যাত্রা করতে পারেন মহাবিশ্বের সবচেয়ে দূরবর্তী স্থানে, শরীর বা মনের, এমন কোন কিছু কখনোই অবলোকন করবেন না যেটা কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে না বা যা আপনাকে পরিপূর্ণভাবে স্যাটিসফাই করে।
এর থেকে ধরনের সাফারিং এর জন্ম হয়, এর কারণ হলো people fail to appreciate this.
আমরা কল্পনা করতে থাকি যে, জীবনের কোন একটা সময়ে হয়তো এমন কোথাও ঘুরতে যাব, আর অকস্মাৎ সেই সৌন্দর্য গুলো আমাদের চোখে ধরা দেবে। আমরা সেই পরিপূর্ণ mindful bliss খুঁজে পাবো। কিন্তু বস্তুত কখনই এমনটা ঘটেনা। সেই mindful bliss যেটা Pink Floyd এর High hopes দেয়। কিন্তু যতক্ষণ গানটা বাজে ততক্ষণই তা ক্ষণস্থায়ী হয়। কারণ কোন আনন্দই দীর্ঘস্থায়ী হয়না।💔
কিন্তু আশে পাশের ঘরটা কোন সাধারণ কিন্তু সুন্দর কিছু ঘটলে ভ্রুক্ষেপ করিনা, কারণ আমরা বড় কিছুর সন্ধানে আছি। আমাদের মন প্রতিনিয়ত প্রহর গুনছে, কবে সেটা পাব।😔
ব্যাপারটা এমন না যে, আমাদের মনের গহীনে কোথাও একটা Iron chest লুকানো আছে, যেটার তালার মধ্যে লেখা "only opens in Fiji" এবং যখন আপনি সাউথ প্যাসিফিক পাড়ি দিয়ে ফিজিতে পৌঁছালেন সেই chest টা খুলে গেল, এবং বিপুল সব নতুন নতুন ইমোশন দিয়ে মনটা ভরে গেল, যেগুলো কেবলমাত্র ফিজি তে গেলেই পাওয়া যাবে।😛
আজকে তেমনি সাধারণ এক পূর্ণিমা, বৃষ্টি শেষে যখন আকাশ পরিষ্কার হল তখন এই সুন্দর এক পূর্ণিমার আবির্ভাব হল। সাধারণ কোন এক পূর্ণিমা হলেও, মনের মধ্যে অসাধারণ এক অনুভূতির সৃষ্টি করে তাতে কোন সন্দেহ নেই। সুদূর ফিজি তে নয় , বাসার ছাদেই এমন সৌন্দর্যের দেখা পাওয়া যাচ্ছে। 😁
Congratulations @walterwhite70! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :
Your next target is to reach 50 upvotes.
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Support the HiveBuzz project. Vote for our proposal!