kobita tumi akohono post by @rabibulhasan71

in Music4 years ago




Song Details

Song name - kobita tumi akono
Album name - jontrona
Singer's name - ayub baccy
From - #Bangladesh



Lyrics of the song

কবিতা তুমি এখনও
রাত হলে কি তারাদের গুনো ?
কবিতা তুমি এখনও
বিকেল হলে সেই গান শুনো?
যেই গান তুমি শুনিয়ে
গড়ে ছিলে এই মনে আবাস!
যেই গান গুনগুনিয়ে
দিলে আমায় তোমার আকাশ!
আজ কবিতা অন্য কারো
দু'হাতে সে তার সুখকে উড়ায়
আমি আর আমার ফেরারি মন
মুঠো মুঠো শুধু দুঃখ কুড়াই।
আজ কবিতা অন্য কারো
দু'হাতে সে তার সুখকে উড়ায়
আমি আর আমার ফেরারি মন
মুঠো মুঠো শুধু দুঃখ কুড়াই।

ভাঁজ করা সেই স্মৃতির পৃষ্ঠা খুলে দেখি
পুরনো সেই সে আকাশ,
স্বপ্নহীনতাকে এখন ধরে রাখে
পরিচিত দীর্ঘশ্বাস।
ভাঁজ করা সেই স্মৃতির পৃষ্ঠা খুলে দেখি
পুরনো সেই সে আকাশ,
স্বপ্নহীনতাকে এখন ধরে রাখে
পরিচিত দীর্ঘশ্বাস।
আজ কবিতা অন্য কারো
দু'হাতে সে তার সুখকে উড়ায়
আমি আর আমার ফেরারি মন
মুঠো মুঠো শুধু দুঃখ কুড়াই।

অভিযোগ নয়তো নয়
প্রতিটি নির্ঘুম রাত ভীষণ বড় মনে হয়
নিদ্রাহীনতাকে এখন ধরে রাখে
অযাযিত সংশয়।
অভিযোগ নয়তো নয়
প্রতিটি নির্ঘুম রাত ভীষণ বড় মনে হয়
নিদ্রাহীনতাকে এখন ধরে রাখে
অযাযিত সংশয়।
আজ কবিতা অন্য কারো
দু'হাতে সে তার সুখকে উড়ায়
আমি আর আমার ফেরারি মন
মুঠো মুঠো শুধু দুঃখ কুড়াই।
কবিতা তুমি এখনও রাত
হলে কি তারাদের গুনো ?
কবিতা তুমি এখনও
বিকেল হলে সেই গান শুনো?
যেই গান তুমি শুনিয়ে
গড়ে ছিলে এই মনে আবাস!
যেই গান গুনগুনিয়ে
দিলে আমায় তোমার আকাশ!
আজ কবিতা অন্য কারো
দু'হাতে সে তার সুখকে উড়ায়
আমি আর আমার ফেরারি মন
মুঠো মুঠো শুধু দুঃখ কুড়াই।
আজ কবিতা অন্য কারো
দু'হাতে সে তার সুখকে উড়ায়
আমি আর আমার ফেরারি মন
মুঠো মুঠো শুধু দুঃখ কুড়াই।