Bolte Bolte cholte cholte by imran

in DTube4 years ago (edited)

হ্যালো বন্ধুরা,,,,,

আশা করি সবাই ভালো আছেন ।আমি আল্লার রহমতে অনেক ভাল আছি।

আজকে আমি আপনাদের মাঝে আমার একটি প্রিয় গান শেয়ার করতেছি। আশা করি সবাইকে ভালো লাগবে।‌

0dc432a245ec6e5b707c11488365235d.jpg

Source



▶️ DTube
সঙ্গীতইমরান মাহমুদ
অ্যালবামবলতে বলতে চলতে চলতে
লেখকশফিক ক্রিম

লিরিক্স:

বলতে চেয়ে মনে হয়-
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালোবাসি !

চলতে গিয়ে মনে হয়-
দূরত্ব কিছু নয়,
তোমারই কাছেই ফিরে আসি ।

তুমি-তুমি-তুমি শুধু এই মনের আনাচে কানাচে,
সত্যি বলনা কেউ কি প্রেম হীনা কখনো বাচে ? - ২

বলতে চেয়ে মনে হয়-
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালোবাসি !

মেঘের খামে আজ তোমার নামে-
উড়োচিঠি পাঠিয়ে দিলাম,
পড়ে নিও তুমি মিলিয়ে নিও
খুব যতনে তা লিখেছিলাম - ২

ও চায় পেতে আরো মন
পেয়েও এত কাছে

বলতে চেয়ে মনে হয়-
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালোবাসি !

মন অল্পতে- প্রিয় গল্পতে
কল্পনায় স্বপ্ন আঁকে,
ভুলত্রুটি-আবেগী খুনসুটি,
সারাক্ষণ তোমায় ছুঁয়ে রাখে - ২

ও চায় পেতে আরো মন
পেয়েও এত কাছে...

বলতে চেয়ে মনে হয়-
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালোবাসি !

চলতে গিয়ে মনে হয়-
দূরত্ব কিছু নয়,
তোমারই কাছেই ফিরে আসি ।

তুমি-তুমি-তুমি শুধু এই মনের আনাচে কানাচে
সত্যি বলনা কেউ কি প্রেম হীনা কখনো বাচে ? - ২

বলতে চেয়ে মনে হয়-
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালোবাসি !

Source

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZsKdYh6b15vyo1KeBB29BmgpGRm6AWFCvCuvRME91hjVxAP7kFd5vdZrgcW2q...zYPcxBQkpCcXGWgnFo5c4pzGU2vsVYrEnRnC476wbvnRMt4HwHpnUUondpTguqEsGC1Zs4bRL1tpYomTuDmDKJBAH6r1X2XsLY7oFFwnmPmbQ56ug73eRUN4k6.png

20210618_231449.jpg

আমি মোঃ ইব্রাহিম ইসলাম নাহিদ। আমাকে সবাই নাহিদ বলেই ডাকে। আমি বাংলাদেশী । আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বই পড়তে , লিখতে ও নতুন কিছু সৃষ্টি করতে ভালোবাসি।নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি।

ধন্যবাদ বন্ধুরা