আমার কথাগুলো কেবল আমারই থাক!
নিজের মধ্যেই বন্দি আবদ্ধ
স্বপ্ন গুলো ভাঙার গল্প,
ইচ্ছেগুলোর ডানা মেলে উড়ে যাবার গল্প,
নিজের মনের সাথে নিজের দ্বন্দ্বের গল্প,
প্রতিনিয়ত নিঃশব্দে গুমরে কাঁদার গল্প।
আমার গল্প না হয় তোমাদের অজানাই থাকুক।
তোমরা নিজেদের গল্পের নির্মাতা হও।
কখনো গঙ্গার ধারে অবসরে
সেইসব গল্পই শুনিও আমায়।
আমি নীরব শ্রোতা হব, তোমাদের গল্পের।
আমার গল্প না হয় অবক্তই থেকে যাবে।
তবুও তোমাদের আলোকিত জীবনের গল্পে না হয়
আড়ালেই থাকুক আমার এক আকাশ আঁধারের গল্প।