স্ত্রীর চিতায় পোড়েনি পুরুষ,
সহমরণে বন্ধ হয়নি শ্বাস।
স্বামীর চিতায় জ্বলছে নারী
সাক্ষী আছে ইতিহাস।
অগ্নি পরীক্ষা দেয় নি পুরুষ,
চরিত্রের সোনা যাচাই করতে।
সতী কিনা প্রমান দিতে
হাসি মুখে নারীকে হয় পুড়তে।
স্ত্রীর মঙ্গলে ব্রত করেনি পুরুষ,
ওরা জানে ভাগ্য বানের বউ মরে।
স্বামীর মঙ্গলে শত নারী আজও শাঁখা,
সিন্দুর পড়ে উপোস করে।
থাকবে নারী ঘোমটায় ঘেড়া,
পর পুরুষে দেখে পাছে।
পর নারী দেখুক পুরুষ, তাতে কি হয় তেমন নিয়ম আছে।
পুরুষ তুমি হয়তো বাঁকা,
তবুও সোনার আংটি তুল্য।
নারী তুমি দামি জানি,তবুও
হবে মূল্যায়ন, পাবে না মূল্য।
Sort: Trending