Bengali poem : মুখোশের আড়ালে

in Praise India4 years ago

images.jpeg

Source
চেনা জীবন.... স্বাভাবিক,
দু-একটি কেবল ব্যতিক্রম।
সবটাই কেমন যেন নেকামী
মুখোশের আড়ালে, অভিনয়।
মানুষগুলি সব যেন ভয়ঙ্কর যোদ্ধা
প্রত্যহ অপেক্ষায় কোনো জম কালো অজানা আশঙ্কার
জীবনটি আসলে সংগ্রাম।
পৃথিবী সংগ্রাম ক্ষেত্র
রাজনীতি সেই সংগ্রামের এক কৌশলগত রূপ।
ধর্ম ফ্রেমে বন্দি ব্যবস্থাপনার
চেনা চেতনায় সংক্রমণ রক্ষার
বহু প্রচেষ্টার অতীত ঔষধ।
সমাজ সত্তা এক প্রতিকূল সৈনিক
কোনো দিন ভাবে না সে বিপরীত সম্ভাবনা।

@greenphotoman