Bengali poem : ছবি নষ্ট

in Praise India4 years ago

images (2).jpeg

Source

একটা ছবি এঁকেছি অনেক দিন ধরে, যত্নে
কখনো দিয়েছি লাল রং তাতে ,কখনো নীল,
কখনো রামধনু রঙেও রাঙিয়েছে ছবিটাকে
কচি বুড়োর হাঁসি দিয়ে রাঙিয়েছিলাম ছবিটাকে।
ছবিটাকে বসন্তের প্রথম পলাশ ছিলো, ছিল শরতের শিউলি।
ছবিটি হেমন্তের খেজুর রসের মতো মিঠে ছিল
নবান্নের গন্ধ ছিল ছবিটায়
ছবিটা শেষ করা যায়নি।
আমার আধখেঁচড়া ছবি ভেসে গেছে।

@geeenphotoman