Source
সকলে মিলে একই তালে ধরি দেশের গান
সবাইকে মাথায় রাখতে হবে "স্বচ্ছ ভারত অভিযান"
যেখানে সেখানে যদি দেখো নোংরা জন্মদাতা
সেই মাত্রই তারে করতে হবে এ ভুবনছাড়া।
একটু করো নোংরা ,আবর্জনা দেখার পর
সেই মাত্রই করতে হবে তারই সৎকার।
সমাজের মাটিতে কোথাও যেন জীবাণু না বাঁধে বাসা।
তার বিরুদ্ধে জবাব চাই খাসা।
নোংরা আবর্জনার বিস্তারের বেলায়
আমাদের যোগ দিতে হবে তার ধ্বংসের খেলায়।
ব্লিচিং ,ডিটারজেন্ট,বালতি,কোদাল,সহযোগে
দুর্গন্ধ আর নোংরাকে দিতে হবে মায়ের ভোগে
এ কাজ সম্ভব কেবল মানবের সচেতনায়
কবে হবে এ মহান কাজ, তার থাকবো অপেক্ষায়।।
নব জন্ম দের সুন্দর ,স্বচ্ছ ভারত দিতে
এই মাত্রই হতে হবে তৎপর "সোনার বাংলা"গড়তে।
যদি নোংরা অভিশাপ কে করতে চাও মুক্ত
তাহলে দলে দলে হও প্রতিবাদে মুক্ত।
Sort: Trending