উদ্দেশের তারুণ্য ,লালসাতেই হারিয়ে গেলে,
সূচনাতেই উদ্যাম অস্তরাগে ডানা মেলে;
এটা আজ সাধারণ ,স্বাভাবিক ,
এটা সমাজের ক্ষয়ের দিক।
এভাবে ক্রমশ ক্লান্ত মনে পথ চলা
পথের বাঁকে প্রতিনিয়ত আমিত্বের কথাই বলা।
তাহলে এই কি শেষ?
না,
এখনো আছে জীবন, আছে প্রাণ প্রাচুর্য ভরা সাহিত্য।
যা তোমায় ভুলিয়ে দেবে আমিত্ব।
আর বলবে কখনো একবার আকাশ পানে চেয়ে আমিত্ব বিলিয়ে মনুষত্বর গান গেয়ে।
সেখানেই আছে উজ্জলতা,
স্বার্থ ত্যাগের প্রাণচ্ছালতা।
তখন অবদি চোখে দেখবে
খুলছে রুদ্ধ দুয়ার,
নতুন দিন আসবে পূর্নবার
জেগে ওঠো,
কারণ ওই সময় কেবলই নতুন সুর বাঁধবার,
জেগে ওঠো এইবার।
Sort: Trending